Bangla News Photo gallery Rumours of Divorce Between Yuzuvendra Chahal Dhanasree Verma, How much Net Worth they Have? Who is More Rich
Yuzuvendra Chahal-Dhanasree Verma: হাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন, রূপে তো ছক্কা হাঁকান ধনশ্রী, সম্পত্তিতেও কি যুজবেন্দ্রকে টেক্কা দেন?
ঈপ্সা চ্যাটার্জী |
Jan 05, 2025 | 5:49 AM
Yuzuvendra Chahal-Dhanasree Verma Divorce Rumours: ২০২৪ সালেই চাহাল আইপিএলে খেলে ৬.৫ কোটি টাকা আয় করেছিলেন। ২০২৫ সালে পঞ্জাব কিং তাঁকে ১৮ কোটি টাকায় কিনেছে। এছাড়া বিসিসিআই-র চুক্তি অনুযায়ীও বার্ষিক ১ কোটি টাকা পান।
1 / 11
জল্পনা আগেও শোনা গিয়েছিল। ২০২৫ সালের শুরুতে আবার বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে, ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্কে ভাঙন ধরেছে।
2 / 11
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এই যুগলের মধ্যে অল ইজ নট ওয়েল। যারা একসময় প্রতিদিন ফেসবুক-ইন্সটাগ্রামে রিলস বানাতেন, তাঁরা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। ডিলিট করে দিয়েছেন নিজেদের একসঙ্গে তোলা ছবিও।
3 / 11
এর আগেও একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। ধনশ্রীর সঙ্গে শ্রেয়স আইয়ারের নামও জড়িয়েছিল। যদিও পরে তারা এটিকে গুজব বলেই উড়িয়ে দেন।
4 / 11
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই যে প্রশ্নটা উঠছে, তা হল যুজবেন্দ্র নাকি ধনশ্রী, কে বেশি ধনী?
5 / 11
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম স্টার প্লেয়ার যুজবেন্দ্র চাহালের মোট সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা।
6 / 11
ভারতীয় ক্রিকেট টিমে খেলা ছাড়াও একাধিক আয়ের উৎস রয়েছে চাহালের। বিগত কয়েক বছর আইপিএলে সর্বোচ্চ আয় করা ক্রিকেটারদের মধ্যে একজন চাহাল।
7 / 11
২০২৪ সালেই চাহাল আইপিএলে খেলে ৬.৫ কোটি টাকা আয় করেছিলেন। ২০২৫ সালে পঞ্জাব কিং তাঁকে ১৮ কোটি টাকায় কিনেছে। এছাড়া বিসিসিআই-র চুক্তি অনুযায়ীও বার্ষিক ১ কোটি টাকা পান।
8 / 11
চাহাল একাধিক বিজ্ঞাপনও করেন। প্লেয়িং ১১, অ্যাকুভিউ, নাইকি সহ একাধিক বিজ্ঞাপন করেন। সেখান থেকেও কোটি কোটি টাকা আয় হয় চাহালের।
9 / 11
তবে এত কিছুর পরও সম্পত্তির হিসাবে যুজবেন্দ্র চাহালের তুলনায় কম ধনী নন তাঁর স্ত্রী ধনশ্রী ভর্মা। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা।
10 / 11
ধনশ্রীর এত সম্পত্তি কী করে? চাহালের স্ত্রী একাধারে যেমন মডেল, তেমনই কোরিওগ্রাফার ও ইউটিউবার।
11 / 11
এছাড়া বিভিন্ন ব্রান্ডের সঙ্গে কোলাবরেশন করেও আয় করে ধনশ্রী। একাধিক নাচের প্রজেক্টে কাজ করেছেন ধনশ্রী।