AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Tendulkar: PCOS এর সমস্যা, ব্যবহার করতে পারেন না কোনও প্রসাধনী, তবুও কী করে এত লাস্যময়ী সচিনকন্যা? জানালেন নিজেই

সারা তেন্ডুলকর ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিচ্ছেন। সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা। তাঁর রূপে পাগল অনেকে। সারার খাদ্যাভ্যাস থেকে শুরু করে স্কিনকেয়ারের রুটিন নিয়ে সকলের কৌতূহলের অন্ত নেই। তাঁর এই নজরকাড়া রূপের রহস্য কী? নিজেই এ বার জানিয়েছেন সারা।

| Updated on: May 11, 2025 | 12:38 PM
সারা তেন্ডুলকর আজকাল প্রায়শই থাকেন লাইমলাইটে। তাঁর রূপ থেকে শুরু করে ফ্যাশান স্টেটমেন্ট সব কিছু নিয়ে হয় প্রবল আলোচনা। সারার ভক্তর সংখ্যাও নেহাতই কম নয়। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সারা তেন্ডুলকর আজকাল প্রায়শই থাকেন লাইমলাইটে। তাঁর রূপ থেকে শুরু করে ফ্যাশান স্টেটমেন্ট সব কিছু নিয়ে হয় প্রবল আলোচনা। সারার ভক্তর সংখ্যাও নেহাতই কম নয়। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

1 / 8
সচিনকন্যা সারা কী খাবার খান, ত্বকের যত্নের জন্য কী উপায় অবলম্বন করেন, এই সকল জিনিস তাঁর অনুরাগীরা জানতে আগ্রহী। এ বার নিজেই নজরকাড়া রূপের রহস্য ফাঁস করেছেন।  (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সচিনকন্যা সারা কী খাবার খান, ত্বকের যত্নের জন্য কী উপায় অবলম্বন করেন, এই সকল জিনিস তাঁর অনুরাগীরা জানতে আগ্রহী। এ বার নিজেই নজরকাড়া রূপের রহস্য ফাঁস করেছেন। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

2 / 8
ছেলেবেলায় সারা তেন্ডুলকর পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের সমস্যায় ভুগতেন। তার ফলে তাঁকে বছরের পর বছর বিশেষ নিয়ম মেনে চলতে হয়েছে।  (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

ছেলেবেলায় সারা তেন্ডুলকর পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের সমস্যায় ভুগতেন। তার ফলে তাঁকে বছরের পর বছর বিশেষ নিয়ম মেনে চলতে হয়েছে। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

3 / 8
সারার মা অঞ্জলি তেন্ডুলকর একজন চিকিৎসর, তাই মেয়ে যাতে সুস্থ থাকে তাই সঠিক ডায়েট, শরীরচর্চার নিয়ম সেট করে দিয়েছিলেন।  (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সারার মা অঞ্জলি তেন্ডুলকর একজন চিকিৎসর, তাই মেয়ে যাতে সুস্থ থাকে তাই সঠিক ডায়েট, শরীরচর্চার নিয়ম সেট করে দিয়েছিলেন। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

4 / 8
সারা ছেলেবেলায় পিসিওএস-এর কারণে ত্বকে ব্রণের সমস্যায় ভুগতেন। তাই ছেলেবেলায় যখনই কোথাও বাড়ির বাইরে সারা যেতেন, মেক আপ দিয়ে ব্রণ ঢাকার বায়না করতেন মায়ের কাছে। অঞ্জলি অবশ্য সারার আবদার পূরণ করতেন না। সেটাই যেন সারার ত্বককে অনেকটা সুস্থতার দিকে নিয়ে গিয়েছিল।  (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সারা ছেলেবেলায় পিসিওএস-এর কারণে ত্বকে ব্রণের সমস্যায় ভুগতেন। তাই ছেলেবেলায় যখনই কোথাও বাড়ির বাইরে সারা যেতেন, মেক আপ দিয়ে ব্রণ ঢাকার বায়না করতেন মায়ের কাছে। অঞ্জলি অবশ্য সারার আবদার পূরণ করতেন না। সেটাই যেন সারার ত্বককে অনেকটা সুস্থতার দিকে নিয়ে গিয়েছিল। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

5 / 8
অবশ্য মাঝে মাঝে সারার অতিরিক্ত বায়নার জালে পড়লে, অঞ্জলি অল্প কমপ্যাক্ট পাউডার মাখিয়ে দিতেন মেয়েকে। তবে অঞ্জলি বরাবর সারাকে সানস্ক্রিন ও ময়েশ্চরাইজার ব্যবহার করার পরামর্শ দিতেন।  (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

অবশ্য মাঝে মাঝে সারার অতিরিক্ত বায়নার জালে পড়লে, অঞ্জলি অল্প কমপ্যাক্ট পাউডার মাখিয়ে দিতেন মেয়েকে। তবে অঞ্জলি বরাবর সারাকে সানস্ক্রিন ও ময়েশ্চরাইজার ব্যবহার করার পরামর্শ দিতেন। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

6 / 8
পাবলিক হেলথ নিয়ে সারা পড়াশুনা করেছেন। তাঁর দিন শুরু হয় ব্ল্যাক কফিতে চুমুক দিয়ে। তবে একটা সময় সকাল সকাল ডিটক্স ওয়াটার মুখে দিতেন সারা। বছরের নানা সময়ে নানা রুটিন মেনে চলেন সারা। ঘুম থেকে উঠেই এক গ্লাস জল, বাদাম ও তারপর ব্ল্যাক কফি। এই রুটিন মেনে চলতে পছন্দ করেন সারা।  (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

পাবলিক হেলথ নিয়ে সারা পড়াশুনা করেছেন। তাঁর দিন শুরু হয় ব্ল্যাক কফিতে চুমুক দিয়ে। তবে একটা সময় সকাল সকাল ডিটক্স ওয়াটার মুখে দিতেন সারা। বছরের নানা সময়ে নানা রুটিন মেনে চলেন সারা। ঘুম থেকে উঠেই এক গ্লাস জল, বাদাম ও তারপর ব্ল্যাক কফি। এই রুটিন মেনে চলতে পছন্দ করেন সারা। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

7 / 8
শরীরচর্চা করতে পছন্দ করেন সারা। কোনও হাই-ফাই স্কিনকেয়ার রুটিন নয়, অত্যন্ত সিম্পল স্টেপ ব্যবহার করেন সারা। ত্বক পরিষ্কার করেন। ময়েশ্চরাইজার লাগান। অ্যাসিড বা রেটিনল থাকা কোনও প্রসাধনী লাগান না তিনি। সারার ত্বক সংবেদনশীল। তাই সহজ সরল উপায়ে নিজের ত্বক উজ্জ্বল রাখার চেষ্টা করেন।  (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

শরীরচর্চা করতে পছন্দ করেন সারা। কোনও হাই-ফাই স্কিনকেয়ার রুটিন নয়, অত্যন্ত সিম্পল স্টেপ ব্যবহার করেন সারা। ত্বক পরিষ্কার করেন। ময়েশ্চরাইজার লাগান। অ্যাসিড বা রেটিনল থাকা কোনও প্রসাধনী লাগান না তিনি। সারার ত্বক সংবেদনশীল। তাই সহজ সরল উপায়ে নিজের ত্বক উজ্জ্বল রাখার চেষ্টা করেন। (ছবি- সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: