Bangla News Photo gallery Saif Ali Khan, Shahid Kapoor and other stars who publicly confessed their regret of doing THESE films
সইফ থেকে শাহিদ, প্রিয়াঙ্কা-ক্যাটরিনা… এই সব ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত ভুল বলে স্বীকার করেছেন যাঁরা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 13, 2021 | 1:19 PM
সেই ছবির তালিকায় রয়েছে কোন কোন ছবি। 'ভুল সিদ্ধান্ত' বলেই বা মনে করেছিলেন কেন শাহিদ কাপুর, সইফ আলি খান, ক্যাটরিনা কাইফের মতো বলিউডের প্রথম সারির অভিনেতারা?
1 / 7
জীবনে বহু ছবিতে অভিনয় করেছেন তাঁরা, বেশিরভাগ সময়েই মিলেছে প্রশংসা। কিন্তু জীবনে এমন অনেক ছবিতে এই বলিস্টাররা অভিনয় করেছেন যা পরবর্তীতে তাঁদের মনে হয়েছেন একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল। সেই ছবির তালিকায় রয়েছে কোন কোন ছবি। 'ভুল সিদ্ধান্ত' বলেই বা মনে করেছিলেন কেন শাহিদ কাপুর, সইফ আলি খান, ক্যাটরিনা কাইফের মতো বলিউডের প্রথম সারির অভিনেতারা?
2 / 7
সাজিদ খানের হামশকলে অভিনয় করার সিদ্ধান্ত তাঁর জীবনের অন্যতম ভুল বলে জানিয়েছিলেন সইফ। এক সাক্ষাৎকারে সইফ বলেছিলেন, পরবর্তীতে তাঁর মনে হয়েছিল ছবিটি সব দিক দিয়ে ভীষণ ভাবে পিছিয়ে পড়া। তাঁর কথায়, "আমার পরে মনে হয়েছিল আমি এটা কেন করলাম। আমি জানি আমি আমার ভক্তদের কষ্ট দিয়েছি। হামশকলের মতো ভুল আমি আর কোনওদিন করব না।"
3 / 7
শাহিদ কাপুরের ক্ষেত্রে অবশ্য এ লিস্টে প্রথমেই নাম ছিল শানদারের। ওই ছবিতে শাহিদের বিপরীতে দেখা গিয়েছিল আলিয়া ভাটকে। এ ছাড়াও ওই তালিকায় চুপ চুপ চুপ কে আর ওয়া! লাইফ হো তো অ্যায়সিকেও রাখতে চান শাহিদ।
4 / 7
বলিউডে 'বুম' ছবির মধ্যে দিয়ে পা রেখেছিলেন ক্যাটরিনা। সেই ছবিতে গুলশান গ্রোভারে সঙ্গে তাঁর খোলামেলা দৃশ্য বলিঊডে সে সময় আলোড়ন ফেলে দিয়েছিল। পরবর্তীতে ক্যাটরিনা জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে তিনি বিশদে জানতেন না বলেই ওই ছবি করতে রাজি হন। এখন হলে তিনি কখনওই ওরকম একটি ছবিতে অভিনয় করতে রাজি হতেন না।
5 / 7
সোনম কাপুরের সঙ্গে আয়েশা ছবিতে অভিনয় চরম ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছিলেন অভয় দেওয়ল। তাঁর মতে আয়েশা ছবিটি শুধুমাত্র জামাকাপড়ের বিজ্ঞাপন ছাড়া কিছুই নয়। তিনি বলেছিলেন, "আয়েশার মতো ছবিতে আর কোনওদিন হ্যাঁ বলব না। আয়েশা ছবিটি ঠিক আমার টাইপের নয়।"
6 / 7
জানজির ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেছিলেন, "এমন হয়। মাঝেমধ্যেই আমরা ভুল করে ফেলি।"
7 / 7
হিম্মতওয়ালা ছবিতে কাজ করা ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছিলেন অজয় দেবগণ। সেই ছবি তিনি আজও দেখেননি বলে জানিয়েছেন অজয় দেবগণ।