Bangla News » Photo gallery » Salman Khan Pooja Hegde, Rhea Chakraborty Bunty Sajdeh; Meet the new alleged lovers in tinsel town
Bollywood Gossip: বছর শেষে সলমন-রিয়াদের জীবনে ‘নতুন প্রেম’, আর কোন কোন তারকা জড়ালেন সম্পর্কে?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Updated on: Dec 10, 2022 | 2:59 PM
Bollywood Gossip: ডিসেম্বরের শহর জুড়ে একগুচ্ছ প্রেমের গুঞ্জন। আরবসাগরের তীরের মায়ানগরী ঘায়েল হয়েছে কিউপিডে। তারকাদের মনেও এখন বসন্তের আনাগোনা। গুঞ্জন বলছে, রিয়া চক্রবর্তী থেকে শুরু করে সলমন খান সবাই নাকি জড়িয়েছেন নতুন সম্পর্কে। কে কাকে দিলেন মন? বি-টাউন এই বছরে নতুন জুটি হিসেবে আত্মপ্রকাশ করলেন কারা?
Dec 10, 2022 | 2:59 PM
ডিসেম্বরের শহর জুড়ে একগুচ্ছ প্রেমের গুঞ্জন। আরবসাগরের তীরের মায়ানগরী ঘায়েল হয়েছে কিউপিডে। তারকাদের মনেও এখন বসন্তের আনাগোনা। গুঞ্জন বলছে, রিয়া চক্রবর্তী থেকে শুরু করে সলমন খান সবাই নাকি জড়িয়েছেন নতুন সম্পর্কে। কে কাকে দিলেন মন? বি-টাউন এই বছরে নতুন জুটি হিসেবে আত্মপ্রকাশ করলেন কারা?
1 / 7
শোনা যাচ্ছে সহঅভিনেত্রী পূজা হেগড়কে নাকি মন দিয়েছেন সলমন খান। সলমনের থেকে ২৪ বছরের ছোট পূজা। তাতে কী? গুঞ্জন বলছে 'কিসি কি ভাই কিসি কি জান' শুটিং করার সময়েই নাকি চলেছে এই মন দেওয়া নেওয়া।
2 / 7
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদীর সম্পর্ক নিয়ে এই বছরের গোড়া থেকেই চলছে বিস্তর আলোচনা। একসঙ্গে মাঝেমধ্যেই দেখা যায় তাঁদের।
3 / 7
সূত্র বলছে এক সারা ছেড়ে নাকি অন্য সারায় মজেছে শুভমন গিলেন মন। সারা তেন্ডুলকরের সঙ্গে নাকি তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। আর তিনি নাকি মন দিয়েছেন বয়সে খানিক বড় সারা আলি খানকে। যদিও এই খবরে এখনও শিলমোহর পড়েনি।
4 / 7
এই বছরেই টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদ হয়েছে দিশা পাটানি। এই মুহূর্তে এক সুদর্শন পুরুষের সঙ্গে মাঝেমধ্যেই ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে তাঁকে। কে এই 'মিস্ট্রিম্যান'? জানা যাচ্ছে তাঁর নাম অ্যালেক্সজান্ডার অ্যালেক্স ইলিক। তিনি নাকি দিশার প্রিয় বন্ধু একই সঙ্গে জিম ট্রেনারও। সেই সম্পর্কের বাইরেও গিয়ে নাকি তাঁদের মধ্যে গড়ে উঠেছে এক নতুন সম্পর্ক।
5 / 7
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেম অতীত। সূত্র বলছে রিয়া চক্রবর্তীর জীবনে এসেছে নতুন পুরুষ। নাম বান্টি সাজদেহ। সম্পর্কে তিনি সীমা সাজদেহের ভাই। সীমা আবার সলমন খানের ভাই সোহেল খানের প্রাক্তন স্ত্রী।
6 / 7
'আদিপুরুষ' ছবির শুট করতে গিয়েই নাকি প্রেমে পড়েছে প্রভাস ও কৃতী শ্যানন। বি-টাউনের খবর বলছে তেমনটাই। সম্প্রতি বরুণ ধাওয়ানও সেই ইঙ্গিতই দিয়েছেন। প্রভাস ভক্তরা দারুণ খুশি। অবশেষে আইবুড়ো বদনাম বুঝি ঘুচতে চলেছে 'বাহুবলী'র।