AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unknown facts: বলিউডের ৭ তারকা বিনা পারিশ্রমিকে অভিনয় করেন সিনেমাতে

| Edited By: | Updated on: Mar 20, 2022 | 11:58 PM
Share
বলিউডের অনেক অভিনেতা রয়েছেন, যাঁরা বিনা পারিশ্রমিকে ছবিতে কাজ করেছেন। সম্প্রতি সলমন খান দক্ষিণের সুপারস্টার চিরঞ্জিবীর ছবি 'গডফাদার'-এ বিনা পারিশ্রমিকে কাজ করবেন জানিয়েছেন।

বলিউডের অনেক অভিনেতা রয়েছেন, যাঁরা বিনা পারিশ্রমিকে ছবিতে কাজ করেছেন। সম্প্রতি সলমন খান দক্ষিণের সুপারস্টার চিরঞ্জিবীর ছবি 'গডফাদার'-এ বিনা পারিশ্রমিকে কাজ করবেন জানিয়েছেন।

1 / 8
এই প্রথম নয়, সলমন খান এর আগে দু'বার বিনা পারিশ্রমিকে সিনেমাতে অভিনয় করেছেন। অজয় দেবগন এবং সঞ্জয় দত্ত অভিনীত 'সন অফ সর্দার' ছবিতে ক্যামিও চরিত্রের জন্য আর  তাঁর নিজের ছবি 'প্রেম রতন ধন  পাও'-তে তিনি কোন টাকা নেননি।

এই প্রথম নয়, সলমন খান এর আগে দু'বার বিনা পারিশ্রমিকে সিনেমাতে অভিনয় করেছেন। অজয় দেবগন এবং সঞ্জয় দত্ত অভিনীত 'সন অফ সর্দার' ছবিতে ক্যামিও চরিত্রের জন্য আর তাঁর নিজের ছবি 'প্রেম রতন ধন পাও'-তে তিনি কোন টাকা নেননি।

2 / 8
সঞ্জয় লীলা ভনসালির ছবি 'ব্ল্যাক'-এ তিনি অভিনয় করেন বিনা পারিশ্রমিকে। বিগ বি পরিচালকের ছবিতে কাজ করতে চেয়েছিলেন বহুদিন ধরে, তাই যখন সেই সুযোগ আসে তিনি কোনও মূল্য নেননি।

সঞ্জয় লীলা ভনসালির ছবি 'ব্ল্যাক'-এ তিনি অভিনয় করেন বিনা পারিশ্রমিকে। বিগ বি পরিচালকের ছবিতে কাজ করতে চেয়েছিলেন বহুদিন ধরে, তাই যখন সেই সুযোগ আসে তিনি কোনও মূল্য নেননি।

3 / 8
বলিউড কিং খানও পিছিয়ে নেই এ বিষয়ে। 'ক্রেজি ৪,' 'ভূতনাথ রিটার্নস' আর 'দুলহা মিল গেয়া' ছবি জন্য কোনও পারিশ্রমিক নেননি।

বলিউড কিং খানও পিছিয়ে নেই এ বিষয়ে। 'ক্রেজি ৪,' 'ভূতনাথ রিটার্নস' আর 'দুলহা মিল গেয়া' ছবি জন্য কোনও পারিশ্রমিক নেননি।

4 / 8
ফারহান আখতার নিজেকে ভাগ্যবান মনে করেছিলেন মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করতে পেরে। ছবি বক্স অফিসে সাফল্য পায়। কিন্তু তিনি শুধুমাত্র ১১টাকা নেন প্রতিকী হিসেবে।

ফারহান আখতার নিজেকে ভাগ্যবান মনে করেছিলেন মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করতে পেরে। ছবি বক্স অফিসে সাফল্য পায়। কিন্তু তিনি শুধুমাত্র ১১টাকা নেন প্রতিকী হিসেবে।

5 / 8
বিশাল ভরদ্বাজ পরিচালিত 'হায়দার' ছবিতে শাহিদ কাপুরকে অন্যরূপে দর্শক দেখতে পান। এই ছবির সাফল্যের জন্য অভিনেতা-পরিচালক দু'জনের কেউ-ই কোনও পারিশ্রমিক নেননি।

বিশাল ভরদ্বাজ পরিচালিত 'হায়দার' ছবিতে শাহিদ কাপুরকে অন্যরূপে দর্শক দেখতে পান। এই ছবির সাফল্যের জন্য অভিনেতা-পরিচালক দু'জনের কেউ-ই কোনও পারিশ্রমিক নেননি।

6 / 8
নওয়াজউদ্দিন-এর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। নন্দিতা দাস পরিচালিত 'মান্টো' ছবির জন্য তিনি ১ টাকা নেন প্রতীক রূপে।

নওয়াজউদ্দিন-এর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। নন্দিতা দাস পরিচালিত 'মান্টো' ছবির জন্য তিনি ১ টাকা নেন প্রতীক রূপে।

7 / 8
মিলখা সিং-এর জীবনীমুলক ছবি 'ভাগ মিলখা ভাগ'-এর অংশ হতে পারার জন্য সোনম কাপুরও মাত্র ১১টাকা নেন প্রতীকরূপে।

মিলখা সিং-এর জীবনীমুলক ছবি 'ভাগ মিলখা ভাগ'-এর অংশ হতে পারার জন্য সোনম কাপুরও মাত্র ১১টাকা নেন প্রতীকরূপে।

8 / 8