TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 16, 2022 | 5:05 PM
সামান্থা রাউথ প্রভু, নাগা চৈতণ্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কিছুদিনের পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে সোশ্যাল মিডিয়ায়। নিজেরাই ভক্তদের উদ্দেশে দিয়েছিলেন এই খবর।
প্রাথমিকভাবে এই খবর কেউ মেনে নিতে রাজি ছিলেন না। কারণ একটাই, সকলেই প্রশ্ন করেছিলেন, কেন এই সিদ্ধান্ত। তাঁর একে অন্যকে ভীষণ পছন্দ করতেন। যদিও এর স্পষ্ট উত্তর না মিললেও একটা খবর ছড়িয়ে পড়ে রাতারাতি, আর তা হল খোরপোযের হিসেব।
সামান্থা ৫০ কোটি টাকা নিয়েছিসেন। তবে এই নিয়ে চর্চা সিনে দুনিয়ায় যতনা হয়, তার থেকে বেশি হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। এখানেই একজন লিখে বসেন, সেকেন্ড হ্যান্ড, ট্যাক্স ফ্রি ৫০ কোটি এক পুরুষের থেকে হাতিয়ে নিলেন।
এতেই বেজায় চটে যান সামান্থা। উত্তর দিয়ে বসেন কমেন্ট বক্সে। লেখেন কোমড়ওয়ালি দুকানদার, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। সামান্থা এখন কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত।
ইদানিং দক্ষিণী সেলেবদের বলিউডে নাম লেখাতে দেখা যাচ্ছে। সামান্থা প্রভুও সেই তালিকা থেকে বাদ নয়। ফলে সামান্থাকে ঘিরে এখন ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। সামনেই তাঁর আগামী ওটিটি সিরিজ়ের মুক্তি।