Samantha Pravu Fashion: ফুরফুরে মেজাজে সামান্থা, প্রিয় মানুষদের সঙ্গে মনোকিনিতে জৌলুষ দেখা গেল নায়িকার…
চতুর্থ বিবাহবার্ষিকীর চারদিন আগে বিচ্ছেদের ঘোষণা করেন দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য। সামান্থা আক্কেনেনির বদলে এখন যদিও ইনস্টাগ্রামে তাঁর নামের স্থানে জ্বলজ্বল করছে শুধুই সামান্থা।