Post Holi Skin Care Tips: চড়া রোদে দোল খেলে ট্যান পড়েছে? রইল ঘরোয়া টোটকা
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Mar 19, 2022 | 7:57 AM
How To Remove Sun Tan: নারকেল তেল, লেবুর রস আর চন্দন একসঙ্গে মিশিয়ে প্যাক বানান। এবার তা মুখে লাগিয়ে রাখার ১ ঘন্টা পর ইষদুষ্ণ জলে ধুয়ে নিন। এতে কিন্তু ত্বক থাকে পরিষ্কার সেই সঙ্গে ট্যানও উঠে যায়
1 / 5
রোজকার বেড়ে চলা দূষণ, রোদ এসব থেকে খুব সহজেই কিন্তু ত্বকে ট্যান পড়ে যায়। এছাড়াও যাঁরা বেশি সময় এসির মধ্যে থাকেন তাঁদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই একই সমস্যা। আমাদের মুখ, ঘাড়, কাঁধ, হাত এই সব অংশে সবচেয়ে বেশি ট্যান পড়ে। এছাড়াও অনেকটা সময় আলোর মধ্যে কাজ করলে সেখান থেকেও কিন্তু ত্বকের সমস্যা আসে। কাল অনেকেই আবির খেলেছেন। রঙের উৎসব বলে কথা। কিন্তু আবিরের মধ্যেও আজকাল নানা রকম কেমিক্যাল মেশানো থাকে। আবির মাখা অবস্থায় বেশ কিছুটা সময় যদি রোদে কাটানো হয় সেখান থেকেও কিন্তু ট্যান পড়তে বাধ্য। এছাড়াও হাতে, মুখে কিছুটা রং লেগেই থাকে। আর তাই প্রথম থেকেই কিন্তু এ বিষয়ে সচেতন থাকতে হবে। গরমের দিনে ট্যান বেশিক্ষণ ত্বকে না থাকাই ভাল। কারণ এতে ত্বকের ক্ষতি হয়। এছাড়াও এই সময় ত্বক ঠান্ডা রাখার প্রয়োজন আছে।
2 / 5
আর এই ট্যান দূর করতে কিন্তু খুব ভাল কাজ করে চন্দন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের কোনও ক্ষতি হলে, ত্বকে পোড়া ভাব থাকলে, জ্বালা করলে এবং অতিরিক্ত কেমিক্যাল থেকে লাল দাগ হয়ে গেলে সেক্ষেত্রে চন্দনের থেকে ভাল আর কিছু হয় না। এতে ত্বক ভিতর থেকে ঠান্ডা থাকে।
3 / 5
এছাড়াও চন্দনের বেশ কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। যে কারণে জ্বালাপোড়ার সমস্যা থেকে তা কিন্তু দ্রুত আরাম দিতে পারে। পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পেতে খুব ভাল কাজ করে চন্দনের তেল। এছাড়াও ত্বক পুড়ে যাওয়ার সমস্যায় কিন্তু ব্যবহার করতে পারেন চন্দনের তেল।
4 / 5
অ্যাস্ট্রিনজেন হিসেবেও সুনাম রয়েছে চন্দনের। যে কারণে তা নানা রকম অ্যালার্জি, ঘর্ষণ থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের নরম কোশকে রক্ষা করতে ভূমিকা রয়েছে চন্দনের। তাই যে কারণে অনেকেই চন্দনের গুঁড়ো ফেসপ্যাক হিসেবে ব্যবহার করেন।
5 / 5
চন্দনের এসেন্সিয়ল অয়েল, চন্দনের গুঁড়ো, কাঁচা হলুদ বাটা, কর্পূর একসঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। এই প্যাক সারারাত রাখতে হবে। আর এতে কিন্তু ট্যান দূর হয়ে যায়। সেই সঙ্গে যে কোনও অ্যালার্জির সমস্যা থেকেও ত্বককে রক্ষা করে।