AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sania Mirza: শোয়েব নন, সোহরাব; টেনিস সুন্দরী সানিয়ার জীবনের প্রথম পুরুষ

ভারতের ক্রীড়াপ্রেমীদের স্বপ্ননারী, যেমন প্রতিভা তেমনই সুন্দরী। তাই অবসরের সময় গড়িয়ে এলেও এখনও ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জাই। পাকাপাকিভাবে ব়্যাকেট তুলে রাখতে চলেছেন ৩৭ বছরের সানিয়া। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়ে সাফল্যের যাত্রাপথ বর্ণনা করেছেন। ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের।

| Edited By: | Updated on: Jan 14, 2023 | 10:28 AM
Share
২০ বছরের বর্ণময় টেনিস কেরিয়ারে শীঘ্রই ইতি টানবেন সানিয়া মির্জা। শেষ গ্র্যান্ড স্লাম হিসেবে খেলবেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেন হবে তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। এরই মাঝে ফের একবার উঠে আসছে সানিয়ার ব্যক্তিগত জীবন, তাঁর অতীত জীবন।  (ছবি:টুইটার)

২০ বছরের বর্ণময় টেনিস কেরিয়ারে শীঘ্রই ইতি টানবেন সানিয়া মির্জা। শেষ গ্র্যান্ড স্লাম হিসেবে খেলবেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেন হবে তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। এরই মাঝে ফের একবার উঠে আসছে সানিয়ার ব্যক্তিগত জীবন, তাঁর অতীত জীবন। (ছবি:টুইটার)

1 / 8
পাকিস্তানি ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের সঙ্গে তাঁর সম্পর্কটাও নাকি 'অবসর' নিতে চলেছে। দু'জনে একসঙ্গে থাকেন না বহুকাল ধরে। একে অপরের ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায় না লাভি ডাভি ছবি। সানিয়ার পৃথিবী জুড়ে এখন শুধুই ছেলে ইজহান। (ছবি:টুইটার)

পাকিস্তানি ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের সঙ্গে তাঁর সম্পর্কটাও নাকি 'অবসর' নিতে চলেছে। দু'জনে একসঙ্গে থাকেন না বহুকাল ধরে। একে অপরের ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায় না লাভি ডাভি ছবি। সানিয়ার পৃথিবী জুড়ে এখন শুধুই ছেলে ইজহান। (ছবি:টুইটার)

2 / 8
শোয়েব নাকি কোনও এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সম্পর্কের ভাঙনের কারণ নাকি এটাই। গতবছর থেকেই শোনা যাচ্ছে, সানিয়া-শোয়েবের ডিভোর্সের গুঞ্জন। তবে এ বারই যে প্রথমবার ঠকলেন সানিয়া তা নয়। জীবনের প্রথম পুরুষের কাছ থেকেও ধাক্কা খেয়েছিলেন টেনিস সুন্দরী।  (ছবি:টুইটার)

শোয়েব নাকি কোনও এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সম্পর্কের ভাঙনের কারণ নাকি এটাই। গতবছর থেকেই শোনা যাচ্ছে, সানিয়া-শোয়েবের ডিভোর্সের গুঞ্জন। তবে এ বারই যে প্রথমবার ঠকলেন সানিয়া তা নয়। জীবনের প্রথম পুরুষের কাছ থেকেও ধাক্কা খেয়েছিলেন টেনিস সুন্দরী। (ছবি:টুইটার)

3 / 8
সানিয়ার জীবনের প্রথম পুরুষ ছিলেন সোহরাব মির্জা। দু'জনে ছোটবেলার বন্ধু। একইসঙ্গে বড় হয়েছেন। তাই একধাপ এগিয়ে সম্পর্কটায় সারাজীবনের জন্য সিলমোহর দিতে চেয়েছিলেন সানিয়া ও সোহরাব।   (ছবি:টুইটার)

সানিয়ার জীবনের প্রথম পুরুষ ছিলেন সোহরাব মির্জা। দু'জনে ছোটবেলার বন্ধু। একইসঙ্গে বড় হয়েছেন। তাই একধাপ এগিয়ে সম্পর্কটায় সারাজীবনের জন্য সিলমোহর দিতে চেয়েছিলেন সানিয়া ও সোহরাব। (ছবি:টুইটার)

4 / 8
সানিয়া ও সোহরাবের পরিবার তিন প্রজন্ম ধরে একে অপরকে চেনে। পারিবারিক বন্ধুত্বের কারণে সানিয়া ও সোহরাবের চার হাত এক করার কথা ঠিক করে দুই পরিবার। সেইমতো লুকিয়ে এনগেজমেন্টও সারা হয়ে যায়। কিন্তু বাগদানের পর সানিয়া ও সোহরাবের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হত। দু'জনে বুঝে গিয়েছিলেন, তাঁরা একে অপরের জন্য সঠিক নন। (ছবি:টুইটার)

সানিয়া ও সোহরাবের পরিবার তিন প্রজন্ম ধরে একে অপরকে চেনে। পারিবারিক বন্ধুত্বের কারণে সানিয়া ও সোহরাবের চার হাত এক করার কথা ঠিক করে দুই পরিবার। সেইমতো লুকিয়ে এনগেজমেন্টও সারা হয়ে যায়। কিন্তু বাগদানের পর সানিয়া ও সোহরাবের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হত। দু'জনে বুঝে গিয়েছিলেন, তাঁরা একে অপরের জন্য সঠিক নন। (ছবি:টুইটার)

5 / 8
অচিরেই ভেঙে যায় এনগেজমেন্ট। সানিয়া ও সোহরাবের পথ আলাদা হয়ে যায়। সানিয়া পুরোপুরি খেলার জগতের মানুষ। সোহরাব হায়দরাবাদের ব্যবসায়ী পরিবারের। তাই দু'জনের মধ্যে পার্থক্য ছিল বিস্তর। বিয়ের পরের তিক্ততার চেয়ে আগেই এনগেজমেন্ট ভেঙে একে অপরের থেকে সরে আসেন সানিয়া ও সোহরাব।(ছবি:টুইটার)

অচিরেই ভেঙে যায় এনগেজমেন্ট। সানিয়া ও সোহরাবের পথ আলাদা হয়ে যায়। সানিয়া পুরোপুরি খেলার জগতের মানুষ। সোহরাব হায়দরাবাদের ব্যবসায়ী পরিবারের। তাই দু'জনের মধ্যে পার্থক্য ছিল বিস্তর। বিয়ের পরের তিক্ততার চেয়ে আগেই এনগেজমেন্ট ভেঙে একে অপরের থেকে সরে আসেন সানিয়া ও সোহরাব।(ছবি:টুইটার)

6 / 8
সোহরাবের পরে সানিয়ার জীবনে আসেন শোয়েব মালিক। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালোবাসায় বাধা হতে পারেনি। কিন্তু বিয়ের এক যুগ পর এক সন্তানে অভিভাবক সানিয়া ও শোয়েবের পথ আলাদা হতে চলেছে। গুঞ্জন তেমনই।(ছবি:টুইটার)

সোহরাবের পরে সানিয়ার জীবনে আসেন শোয়েব মালিক। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালোবাসায় বাধা হতে পারেনি। কিন্তু বিয়ের এক যুগ পর এক সন্তানে অভিভাবক সানিয়া ও শোয়েবের পথ আলাদা হতে চলেছে। গুঞ্জন তেমনই।(ছবি:টুইটার)

7 / 8
সানিয়া তাঁর রিটায়ারমেন্ট পোস্টে একবারের জন্যও শোয়েবের নামোল্লেখ করেননি। বরং পরবর্তী জীবনটা ছেলে ইজহান মির্জা মালিককে মানুষ করে তোলার পিছনে সময় দেওয়ার কথা বলেছেন। অবসরের পর ব্যক্তিগত জীবন নিয়েও হয়তো আপডেট দেবেন সানিয়া।(ছবি:টুইটার)

সানিয়া তাঁর রিটায়ারমেন্ট পোস্টে একবারের জন্যও শোয়েবের নামোল্লেখ করেননি। বরং পরবর্তী জীবনটা ছেলে ইজহান মির্জা মালিককে মানুষ করে তোলার পিছনে সময় দেওয়ার কথা বলেছেন। অবসরের পর ব্যক্তিগত জীবন নিয়েও হয়তো আপডেট দেবেন সানিয়া।(ছবি:টুইটার)

8 / 8