Sania Mirza: শোয়েব নন, সোহরাব; টেনিস সুন্দরী সানিয়ার জীবনের প্রথম পুরুষ
ভারতের ক্রীড়াপ্রেমীদের স্বপ্ননারী, যেমন প্রতিভা তেমনই সুন্দরী। তাই অবসরের সময় গড়িয়ে এলেও এখনও ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জাই। পাকাপাকিভাবে ব়্যাকেট তুলে রাখতে চলেছেন ৩৭ বছরের সানিয়া। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়ে সাফল্যের যাত্রাপথ বর্ণনা করেছেন। ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের।
Most Read Stories