Sania Mirza: কনুইয়ের চোটে যুক্তরাষ্ট্র ওপেনে নেই সানিয়া, এখনই হয়তো নিচ্ছেন না অবসর
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 24, 2022 | 6:30 AM
সানিয়া মির্জার পূর্ব পরিকল্পনায় জল ঢেলে দিল কনুইয়ের চোট। যেমন ভাবা তেমন কাজ সবসময় নাও হতে পারে। কানাডিয়ান ওপেনে খেলতে গিয়ে কনুইয়ে চোট পেয়ে তা হাড়ে হাড়ে বুঝছেন টেনিস সুন্দরী।
1 / 5
সানিয়া মির্জার পূর্ব পরিকল্পনায় জল ঢেলে দিল কনুইয়ের চোট। যেমন ভাবা তেমন কাজ সবসময় নাও হতে পারে। কানাডিয়ান ওপেনে খেলতে গিয়ে কনুইয়ে চোট পেয়ে তা হাড়ে হাড়ে বুঝছেন টেনিস সুন্দরী। (ছবি:টুইটার)
2 / 5
৩৫ বছরের সানিয়া বছরের শুরুতেই অবসর পরিকল্পনা জানিয়ে দিয়েছিলেন। মরসুম শেষে অবসর নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে ব়্যাকেট তুলে রাখতে চাইছিলেন।(ছবি:টুইটার)
3 / 5
গত সপ্তাহে কানাডিয়ান ওপেনে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে ওঠেন সানিয়া। সঙ্গী ছিলেন ম্যাডিসন কি। এছাড়াও সিনসিনাটি ওপেনে অংশ নিয়েছিলেন। কানাডাতে খেলতে গিয়ে কনুইয়ে চোট পান। প্রথমে গুরুত্ব না দিলেও স্ক্যানের পর চোটের গভীরতা বুঝতে পারেন।(ছবি:টুইটার)
4 / 5
যে কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ভারতীয় টেনিসের পোস্টার গার্ল। ইনস্টা স্টোরিতে অনুরাগীদের জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন না। (ছবি:টুইটার)
5 / 5
একইসঙ্গে সানিয়া জানান, বর্তমান পরিস্থিতিতে অবসর পরিকল্পনায় কিছুটা বদল হবে। অর্থাৎ এখনই অবসর নিচ্ছেন না সানিয়া। কেরিয়ারের শেষ ইউএস ওপেন না খেলে হয়তো ব়্যাকেট তুলে রাখতে চাইছেন না। (ছবি:টুইটার)