সৌরভ দাস। টলিউড, টেলিভিশন, ওটিটি- সব প্ল্যাটফর্মেই অভিনেতা হিসেবে পরিচিত তিনি। জনপ্রিয়ও বটে। সৌরভের অভিনয় পছন্দ করেন দর্শক। কিন্তু গান? গায়ক সৌরভকে কি চেনেন আপনি?
একটা সময় গানও গাইতেন সৌরভ। বাড়িতে বা ঘনিষ্ঠ বন্ধুদের আড্ডায় গাওয়া গান নয়। রীতিমতো স্টেজ পারফরম্যান্স। সদ্য সোশ্যাল মিডিয়ায় সে সব পুরনো দিনের ছবি শেয়ার করেছেন।
সৌরভ ক্যাপশনে লিখেছেন, ‘থ্রোব্যাক টু দ্য টাইম হোয়েন দ্য সং ওয়াজ স্টিল অন...।’ এখন আর গানের পারফরম্যান্সে মঞ্চে ওঠেন না ঠিকই। তবে গানের প্রতি আগের মতোই ভালবাসা রয়েছে তাঁর।
সৌরভের ক্যাপশন থেকেই জানা যাচ্ছে, এই সব পারফরম্যান্সের ছবি ২০১০ অথবা ২০১১ সালের। ব্যান্ড মিউজিক দিয়েই তখন দর্শকের মনোরঞ্জন করতেন তিনি।
আপাতত কিংশুক সরখেল পরিচালিত ‘মিটার ডাউন’ ছবি এবং রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি’ ওয়েব সিরিজে এ বার সৌরভের অভিনয় দেখবেন দর্শক।
ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এর জন্য পরিচালক রাজা চন্দ তৈরি করেছেন ওয়েব সিরিজ কাটাকুটি। সৌরভ জানালেন, আগামী নভেম্বরের শুরুতে সম্ভবত রিলিজ হতে চলেছে এই সিরিজ।
গত কয়েকদিন ধরেই মুম্বইতে ছিলেন সৌরভ। বিভিন্ন পোস্ট শেয়ার করেছিলেন বাণিজ্যনগরী থেকে। কখনও লিখেছিলেন, ‘তোমাদের শহরকে আমার করে নেব’। কখনও বা মিরর সেলফি নিয়ে লিখেছিলেন, ‘স্বপ্নের শহরে প্রথম দিনের শুটিং। নতুন অধ্যায়। আশা করছি অনেক কিছুর প্রথম। আমাকে শুভেচ্ছা জানান। আমি করবই এটা।’ খুব তাড়াতাড়িই হয়তো বলিউডেও কাজ করবেন তিনি।