Google-এ সাহস করে Katamari বা ASKEW টাইপ করুন, দেখুন তো কী হয়…

Google Search: গুগলে এমন কিছু শব্দ রয়েছে, যা সার্চ করলেই চমকপ্রদ জিনিস দেখা যাবে। আপনিও সার্চ করে দেখতে পারেন।

| Updated on: Jun 17, 2024 | 5:48 AM
কোনও কিছু জানতে হলেই এখন আমাদের ভরসা গুগল। মনে যাই-ই প্রশ্ন জাগুক না কেন, তা গুগলে সার্চ করলেই উত্তর পাওয়া যায়।

কোনও কিছু জানতে হলেই এখন আমাদের ভরসা গুগল। মনে যাই-ই প্রশ্ন জাগুক না কেন, তা গুগলে সার্চ করলেই উত্তর পাওয়া যায়।

1 / 9
গুগলে এমন কিছু শব্দ রয়েছে, যা সার্চ করলেই চমকপ্রদ জিনিস দেখা যাবে। আপনিও সার্চ করে দেখতে পারেন।

গুগলে এমন কিছু শব্দ রয়েছে, যা সার্চ করলেই চমকপ্রদ জিনিস দেখা যাবে। আপনিও সার্চ করে দেখতে পারেন।

2 / 9
যেমন আপনি যদি Katamari শব্দটি লিখে সার্চ করেন, তবে আপনার স্ক্রিন জুড়ে একটা বল ঘুরে বেড়াতে শুরু করবে।

যেমন আপনি যদি Katamari শব্দটি লিখে সার্চ করেন, তবে আপনার স্ক্রিন জুড়ে একটা বল ঘুরে বেড়াতে শুরু করবে।

3 / 9
স্ক্রিনে যদি আপনি BTS লেখেন, তবে পার্পেল রঙের অনেক বেলুন উড়বে স্ক্রিনে। সেই বেলুনে ক্লিক করলে বিটিএসের সদস্যদের গলায় আই পার্পল ইউ শুনতে পাবেন।

স্ক্রিনে যদি আপনি BTS লেখেন, তবে পার্পেল রঙের অনেক বেলুন উড়বে স্ক্রিনে। সেই বেলুনে ক্লিক করলে বিটিএসের সদস্যদের গলায় আই পার্পল ইউ শুনতে পাবেন।

4 / 9
যদি CAT বা DOG লিখে গুগলে সার্চ করেন, তবে একটি সিম্বল বা প্রতীক আসবে, তাতে চাপ দিলেই কুকুর, বিড়ালের ডাক শোনা যাবে। এভাবে যেকোনও পশুর ডাক শুনতে পাবেন।

যদি CAT বা DOG লিখে গুগলে সার্চ করেন, তবে একটি সিম্বল বা প্রতীক আসবে, তাতে চাপ দিলেই কুকুর, বিড়ালের ডাক শোনা যাবে। এভাবে যেকোনও পশুর ডাক শুনতে পাবেন।

5 / 9
যদি গুগলে ইমোজি কিচেন বলে সার্চ করেন, তবে দেখবেন ২টি ইমোজি মিলে মিশে নতুন একটি ইমোজি তৈরি হবে।

যদি গুগলে ইমোজি কিচেন বলে সার্চ করেন, তবে দেখবেন ২টি ইমোজি মিলে মিশে নতুন একটি ইমোজি তৈরি হবে।

6 / 9
গুগলে যদি কেউ Solar Eclipse লিখে সার্চ করেন, তবে দেখবেন স্ক্রিনেই কীভাবে সূর্য গ্রহণ হচ্ছে।

গুগলে যদি কেউ Solar Eclipse লিখে সার্চ করেন, তবে দেখবেন স্ক্রিনেই কীভাবে সূর্য গ্রহণ হচ্ছে।

7 / 9
যদি গুগলে  Cha Cha Slide লিখে সার্চ করেন, তবে দেখবেন গোটা স্ক্রিন নাচতে শুরু করবে।

যদি গুগলে Cha Cha Slide লিখে সার্চ করেন, তবে দেখবেন গোটা স্ক্রিন নাচতে শুরু করবে।

8 / 9
গুগলে যদি Diwali লেখেন, তবে দেখবেন স্ক্রিনের মধ্যে প্রদীপ জ্বলতে শুরু করবে।

গুগলে যদি Diwali লেখেন, তবে দেখবেন স্ক্রিনের মধ্যে প্রদীপ জ্বলতে শুরু করবে।

9 / 9
Follow Us: