CWG 2022: ১০ মিটার উঁচু ষাঁড় থেকে শেক্সপিয়ার স্মরণ, বার্মিংহ্যামের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 29, 2022 | 1:21 PM
নাচ-গান, আতসবাজি আর দর্শক সমাগমে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের স্মরণীয় উদ্বোধনী অনুষ্ঠান। ৭২টি দেশের অ্যাথলিটরা প্যারেডে পা মেলালেন। উপস্থিত ছিলেন ব্রিটেনের রাজ পরিবারের প্রতিনিধি প্রিন্স চার্লস। শুক্রবার থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই।
1 / 7
নাচ-গান, আতসবাজি আর দর্শক সমাগমে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের স্মরণীয় উদ্বোধনী অনুষ্ঠান। ৭২টি দেশের অ্যাথলিটরা প্যারেডে পা মেলালেন। উপস্থিত ছিলেন ব্রিটেনের রাজ পরিবারের প্রতিনিধি প্রিন্স চার্লস। শুক্রবার থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই।(ছবি:টুইটার)
2 / 7
বার্মিংহ্য়াম রয়্যাল ব্যালে এবং ব্রুমি ডান্স গ্রুপের জমকালো পারফরম্যান্স।(ছবি:টুইটার)
3 / 7
পাঁচ মাস ব্যয় হয়েছে এই ১০ মিটার উঁচু লোহা লক্কড়ের ষাঁড় তৈরি করতে। (ছবি:টুইটার)
4 / 7
খেলার মাঠই পারে এক দেশকে অন্য দেশের সঙ্গে জুড়তে। বললেন, নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বার্মিংহ্যামের বাসিন্দা মালালার স্বল্প বক্তৃতায় উঠে এল শিক্ষার প্রয়োজনীয়তার কথা।(ছবি:টুইটার)
5 / 7
দেশবাসীর জন্য স্মরণীয় মুহূর্ত। ভারতীয় দল প্রবেশ করতেই স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে।(ছবি:টুইটার)
6 / 7
নৃত্যের মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ারকে শ্রদ্ধাজ্ঞাপন।(ছবি:টুইটার)
7 / 7
লেটস দ্য গেমস বিগিন! বাকিংহ্যাম প্যালেস থেকে আগত রাজ পরিবারের প্রতিনিধি প্রিন্স চার্লস রানি এলিজাবেথের জায়গা নিলেন। পাঠ করলেন রানির পাঠানো বার্তা।(ছবি:টুইটার)