TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 11, 2021 | 3:51 PM
এলিফ্যান্ট জলপ্রপাত: জলের পাদদেশে থাকা হাতি আকৃতির বিশাল পাথরের জন্য ব্রিটিশরা নাম দিয়েছিল এলিফ্যান্ট। মেঘালয়ের শিলং-এর কাছে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই জলপ্রপাতকে স্থানীয়রা বলে 'কা কশাইদ লাই পাতেং খোহসিউ', যার অর্থ হল তিন ধাপের জলপ্রপাত।
লাংশিয়াং জলপ্রপাত: নংস্টোইনের কাছে সাংরিয়াং এর ঘন সবুজ জঙ্গলের কাছে অবস্থিত এই জলপ্রপাত পশ্চিম খাসি পাহাড় থেকে কাইন্সি নদী পড়ে গঠিত হয়েছে। লাংশিয়াং জলপ্রপাতের এই মনোরম দৃশ্যকে উপভোগ করা যায় মাওপন গ্রাম থেকে।
মাওফলাং জলপ্রপাত: মাওফলাং সেক্রেড ফরেস্টের কাছে অবস্থিত মেঘালয়ের এই নির্মল জলপ্রপাত। মাওসিনরাম-শিলং রাস্তা দিয়ে প্রায় ২৫ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন এই মনোরম জলপ্রপাত। আবার অরণ্যযুক্ত এই রাস্তায় রয়েছে ট্রেক করারও সুযোগ।
নোহকালিকাই জলপ্রপাত: চেরাপুঞ্জির কাছে অবস্থিত মেঘালয়ের এই অন্যতম সুন্দর জলপ্রপাত। নোহকালিকাই জলপ্রপাত থেকে তৈরি হওয়া গভীর জলাশয়ের জল গ্রীষ্মকালে থাকে সবুজ এবং শীতকালে হয় নীল।
সেভেন সিস্টার জলপ্রপাত: ভারতের এই অন্যতম উচ্চতর জলপ্রপাত খাসি পাহাড়ের কাছে অবস্থিত। ১০৩৩ ফুট উচ্চ এই জলপ্রপাতের দৃশ্যকে দেখার আদর্শ সময় হল জুলাই থেকে সেপ্টেম্বর।
টাইরশি জলপ্রপাত: মেঘালয়ের শিলং-জোয়াই রাস্তার ওপর অবস্থিত টাইরশি। এই জলপ্রপাতকে কেন্দ্র করে একটি সেতু রয়েছে যা একে সবুজ ধানক্ষেতের সাথে যুক্ত করে।
বোফিল জলপ্রপাত: ভারত বাংলাদেশের কাছে দাউকিতে অবস্থিত মেঘালয়ের এই জলপ্রপাত। ছবি তোলা ও বোটিং-এর জন্য আদর্শ এই বোফিল।