TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 18, 2022 | 9:13 AM
বলিউড বাদশা, সিনে দুনিয়ায় যাঁর রাজত্ব তুঙ্গে। সেই সেলিব্রিটির দাপট বাড়িতে ঠিক কতটা! কথায় বলে বাড়িতে কেবল স্ত্রী বা গৃহিণীদের রাজত্ব চলে। শাহরুখের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে! নাকি শাহরুখ খান বলে তিনিই সর্বেসর্বা!
শাহরুখ খান বরাবরই নিজের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। যার মধ্যে অন্যতম তাঁর সংসার জীবন। শাহরুখের কথায় পরিবার যেভাবে আগলে রেখেছেন গৌরী, তার জন্য তিনি কৃতজ্ঞ। ব্যস্ততার জন্য অনেক কিছুই করে উঠতে পারেন না তিনি।
শাহরুখ খান জানান, তাঁর সন্তানদের প্রতি দেখাশুনা করা, তাঁদের কেরিয়ার, লেখাপড়ার দিকে বরাবর কড়া নজর ছিল গৌরীর। তিনি কখনও এই বিষয় তেমনভাবে নজর দিতে পারেননি। নিজেকে স্বামী হিসেবে বেশ কিছু নম্বরে পিছিয়ে রাখেন শাহরুখ।
আর সেই কারণেই মন্নতের অন্দরমহলে শাহরুখের ঠিক কোনও কথারই তেমন দাম নেই। না, দাম নেই বলাটা ভুল। শাহরুখ খানের রাজত্ব যে চলে না, সেই বিষয়টা স্পষ্ট। কারণ সেখানে কেবলই গৌরী খানই সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন।
মুহূর্তে খুশির হাওয়া বয়ে যায় গোটা টিমে। এভাবেই একে একে সকলকে রাজি করানো থেকে শুরু করে ছবির গল্প বোঝানো। খুব যত্নের সঙ্গে করেছিলেন ব্রহ্মাস্ত্র টিমের সদস্যরা। শাহরুখ খান বলেছিলেন, তিনি এই ছবির জন্য সব রকমের সাহায্য করতে রাজি আছেন।
ব্রহ্মাস্ত্র ছবির প্রস্তাব নিয়ে শাহরুখ খানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট, অয়ন মুখোপাধ্যায় ও রণবীর কাপুর। শাহরুখ খান প্রথমে সবটা শুনেই বলে বসেন, তিনি রাজি। তাঁকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়া যাবে এই চরিত্রের জন্য।