TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Feb 20, 2023 | 3:24 PM
তবে স্ত্রীকে নিয়ে তাঁর গর্ব ও বিশ্বাস দুই ছিল। তাই যে কোনও আবদারই তিনি মন খোলে গৌরী খানের কাছে করতে পারতেন। একবার তাঁর একটি সোফা পছন্দ হয়েছিল। কিন্তু তা কেনার টাকা ছিল না শাহরুখের।
শাহরুখ খান- শাহরুখ খানকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ৩ কোটি টাকা।
শাহরুখ খান তাঁর কেরিয়ারের ওঠানামা নিয়ে কোনও দিন রাখঢাক করেননি। মন খুলে বলে থাকেন তাঁর ও গৌরীর স্ট্রাগেলের সময়ের কথা। কীভাবে ধীরে ধীরে শাহরুখ খান বাদশা হয়ে ওঠে, সে কাহিনি কারও অজানা নয়।
ফাইল চিত্র
এরপর কিছু চামড়া ক্রয় করা হয়। শাহরুখ খানের কথায় সেটা কিনে কিছুদিন অপেক্ষা করেছিলেন তাঁরা। এরপর কার্পেন্টারের কাছে পৌঁছে গিয়েছিলেন তাঁরা।
একটি সোফা কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সোফা তাঁর আয়ত্তের বাইরে ছিল। সেই কারণে গৌরীকে বলেছিলেন ঠিক তেমনই একটা সোফা বানিয়ে দিতে।
তাঁর মজার ছলে দেওয়া এই প্রশ্নের উত্তর রীতিমত নজর কাড়ল নেটপাড়ার। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি পোস্ট। যদিও শাহরুখ খানের এই মন্তব্যে একপ্রকার স্পষ্ট হয়ে যায়, যে তিনি আগামীতেও ছবি শেয়ার করবেন না পোষ্যদের ছবি।