অ্যাটলির এই অ্যাকশন ছবিতে ডবল রোলে শাহরুখ। এর আগে 'ডুপ্লিকেট', 'ইংলিশ বাবু দেশি মেম', 'পহেলি', 'ডন', 'ওম শান্তি ওম', 'করণ-অর্জুন'-এর মতো ছবিতে ডবল রোলে অভিনয় করেছিলেন কিং খান।
জানা যাচ্ছে, ‘মানি হাইস্ট’ থেকে নাকি অনুপ্রাণিত হয়েছে ছবির একটি সাবপ্লট।
শাহরুখের নেগেটিভ চরিত্রটি নাকি একটি ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা করে ছবিতে। অন্য চরিত্রটি এক পুলিশের।
এই মিল ছাড়া বাকি গল্প অ্যাটলির মৌলিক। আরও অনেকে মিলে গল্পটি তৈরি করেছেন।
শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজও নাকি গল্প তৈরিতে যুক্ত ছিল। এই সংস্থা অনেকদিন থেকেই 'মানি হাইস্ট'-এর হিন্দি সংস্করণ তৈরি করবে ভাবছিল।
ছবিতে রয়েছেন সুনীল গ্রোভার। তাঁকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের দুই অভিনেত্রী নয়নতারা ও প্রিয়মণি।