TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 28, 2022 | 12:23 PM
বলিউডের সুপারস্টার তিনি, বলিউডে একের পর এক ঝড় তোলা বিগ বক্স অফিস হিট উপহার দিয়েছেন বছরের পর বছর। সারা বিশ্বে যিনি রোম্যান্টিক হিরো, তিনিই একটা সময় হতে চেয়েছিলেন পর্নস্টার!
শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। সাল ২০১৩, এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন কিং খান। তিনি নাকি পর্নস্টার হতে চান।
জানিয়েছিলেন, হলিউড স্টার সেলভাস্টার স্টেলনের তিনি ভীষণ ভক্ত। কারণ একটাই, এক সময় তিনি ছিলেন পর্নস্টার। এখানেই শেষ নয়।
শাহরুখ খান জানিয়েছিলেন তিনি একদিন গোটা বিশ্বের সেরা পর্নস্টার হতে চান। এই খবরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়ার পাতা।
অথচ বাস্তবে রয়েছে অন্য ছবি। শাহরুখ খান বরাবরই বেশ লাজুক। কারণ রোম্যান্সের দৃশ্যে অস্বস্তিতে ভোগেন তিনি।
সেটে কম সংখ্যক লোক থাকতে হবে, বন্ধ ঘরেই তিনি নায়িকার সঙ্গে রোম্যান্সে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।