Bollywood: তারকাদের তো চেনেন, তাঁদের ম্যানেজাররাও কিন্তু কম যান না! দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2021 | 9:22 AM

পোশাকি নাম 'সেলিব্রিটি ম্যানেজার'। চিনুন বলিপাড়ার এমন কিছু সেলিব্রিটি ম্যানেজারকে যারা নিজেরাও সেলিব্রিটি থেকে কোনও অংশে কম নয়।

1 / 6
তাঁদের এক এক জনের পারিশ্রমিক কোটি কোটি টাকা। সেলেবরা কোথায় যাবেন, কোন প্রজেক্ট বাদ দেবেন, কার সঙ্গে মিটিং করবেন তা ঠিক করেন তাঁরাই। এখানেই শেষ নয়, তারকাদের গোপন কথাও সযত্নে গচ্ছিত থাকে তাঁদের জিম্মায়। পোশাকি নাম 'সেলিব্রিটি ম্যানেজার'। চিনুন বলিপাড়ার এমন কিছু সেলিব্রিটি ম্যানেজারকে যারা নিজেরাও সেলিব্রিটি থেকে কোনও অংশে কম নয়।

তাঁদের এক এক জনের পারিশ্রমিক কোটি কোটি টাকা। সেলেবরা কোথায় যাবেন, কোন প্রজেক্ট বাদ দেবেন, কার সঙ্গে মিটিং করবেন তা ঠিক করেন তাঁরাই। এখানেই শেষ নয়, তারকাদের গোপন কথাও সযত্নে গচ্ছিত থাকে তাঁদের জিম্মায়। পোশাকি নাম 'সেলিব্রিটি ম্যানেজার'। চিনুন বলিপাড়ার এমন কিছু সেলিব্রিটি ম্যানেজারকে যারা নিজেরাও সেলিব্রিটি থেকে কোনও অংশে কম নয়।

2 / 6
সলমন খানের বডিগার্ড শেরার কথা তো আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তাঁর ম্যানেজার কে কি চিনতেন? ভাইজানের ম্যানেজারের নাম জর্ডি প্যাটেল। ভাইজানের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার পিছনে তাঁর অবদান কম নয়।

সলমন খানের বডিগার্ড শেরার কথা তো আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তাঁর ম্যানেজার কে কি চিনতেন? ভাইজানের ম্যানেজারের নাম জর্ডি প্যাটেল। ভাইজানের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার পিছনে তাঁর অবদান কম নয়।

3 / 6
বিগত সাত বছর ধরে রণবীর সিংয়ের ম্যানেজার হিসেবে কাজ করছেন সুজান রড্রিকুজ। হতে চেয়েছিলেন অ্যান্থ্রোপলিজস্ট। হয়ে যান সেলেব ম্যানেজার।

বিগত সাত বছর ধরে রণবীর সিংয়ের ম্যানেজার হিসেবে কাজ করছেন সুজান রড্রিকুজ। হতে চেয়েছিলেন অ্যান্থ্রোপলিজস্ট। হয়ে যান সেলেব ম্যানেজার।

4 / 6
দীপিকা পাড়ুকোনের ম্যানেজার ছিলেন করিশ্মা প্রকাশ। ম্যানেজার পোশাকি নাম হলেও তাঁর সঙ্গে দীপিকার সম্পর্ক ছিল বন্ধুর মতো। এই মুহূর্তে যদিও করিশ্মা আর দীপিকার ম্যানেজার নেই। সুশান্তের মৃত্যুর পর বলিউডের যে মাদক চক্রের কথা প্রকাশ্যে আসে তাতে নাম জড়ায় করিশ্মারও। করিশ্মা তাঁর পদ থেকে সরে আসেন।

দীপিকা পাড়ুকোনের ম্যানেজার ছিলেন করিশ্মা প্রকাশ। ম্যানেজার পোশাকি নাম হলেও তাঁর সঙ্গে দীপিকার সম্পর্ক ছিল বন্ধুর মতো। এই মুহূর্তে যদিও করিশ্মা আর দীপিকার ম্যানেজার নেই। সুশান্তের মৃত্যুর পর বলিউডের যে মাদক চক্রের কথা প্রকাশ্যে আসে তাতে নাম জড়ায় করিশ্মারও। করিশ্মা তাঁর পদ থেকে সরে আসেন।

5 / 6
আপনি যদি করিনা ভক্ত হন তবে পুনম দামনিয়ার নাম নিশ্চয়ি শুনে থাকবেন। করিনার ডেট, ইভেন্ট সবের তদারকি করেন পুনম।

আপনি যদি করিনা ভক্ত হন তবে পুনম দামনিয়ার নাম নিশ্চয়ি শুনে থাকবেন। করিনার ডেট, ইভেন্ট সবের তদারকি করেন পুনম।

6 / 6
শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি নিজেও সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইল ভেরিফায়েড। শাহরুখের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করে থাকেন পূজা।

শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি নিজেও সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইল ভেরিফায়েড। শাহরুখের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করে থাকেন পূজা।

Next Photo Gallery