AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahid Kapoor: ৪১ পা শাহিদ কাপুরের

৪১ পা দিলেন শাহিদ কাপুর। সময়ের সঙ্গে নিজের লুক থেকে ইমেজ-সবই পাল্টেছেন তিনি।

| Edited By: | Updated on: Feb 25, 2022 | 5:35 PM
Share
১।  আজ জন্মিদন শাহিদ কাপুরের। ৪১ পা দিলেন। পঙ্কজ কাপুর পুত্র হয়েও তিনি নিজের লড়াই নিজেই করেছিলেন। শুরু করেছিলেন ২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবি দিয়ে।প্রথম ছবিতে ছিল চকলেট বয় ইমেজ।কিন্তু সময়ের সঙ্গে নিজের ভাঙতে শুরু করেন শাহিদ। ‘হায়দার’, ‘কবীর খান’ থেক ‘জারসি’ লম্বা যাত্রা।

১। আজ জন্মিদন শাহিদ কাপুরের। ৪১ পা দিলেন। পঙ্কজ কাপুর পুত্র হয়েও তিনি নিজের লড়াই নিজেই করেছিলেন। শুরু করেছিলেন ২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবি দিয়ে।প্রথম ছবিতে ছিল চকলেট বয় ইমেজ।কিন্তু সময়ের সঙ্গে নিজের ভাঙতে শুরু করেন শাহিদ। ‘হায়দার’, ‘কবীর খান’ থেক ‘জারসি’ লম্বা যাত্রা।

1 / 6
২। শাহিদ খুব ভালো ডান্স করেন। সিনেমায় হিরো হওয়ার আগে তিনি শমক দাভরের কাছে ডান্স ক্লাস নিতেন। এমনকি তাঁকে ব্যাকআপ ডান্সার হিসেবেও পাওয়া যায় ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায়।

২। শাহিদ খুব ভালো ডান্স করেন। সিনেমায় হিরো হওয়ার আগে তিনি শমক দাভরের কাছে ডান্স ক্লাস নিতেন। এমনকি তাঁকে ব্যাকআপ ডান্সার হিসেবেও পাওয়া যায় ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায়।

2 / 6
৩। অভিনয় জীবনে অনেক অভিনেত্রীর সঙ্গেই তাঁর নাম জড়িয়েছে। যার মধ্যে করিনা কাপুর খান, বিদ্যা বালন অন্যতম। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। এরপর ১৪ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেন তিনি।

৩। অভিনয় জীবনে অনেক অভিনেত্রীর সঙ্গেই তাঁর নাম জড়িয়েছে। যার মধ্যে করিনা কাপুর খান, বিদ্যা বালন অন্যতম। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। এরপর ১৪ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেন তিনি।

3 / 6
৪। দুই সন্তান নিয়ে তিনি এখন সুখী সংসারী। মাঝে মধ্যেই স্ত্রী-সন্তানদের নিয়ে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।

৪। দুই সন্তান নিয়ে তিনি এখন সুখী সংসারী। মাঝে মধ্যেই স্ত্রী-সন্তানদের নিয়ে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।

4 / 6
৫। তিনি শুধু নিজের ইমেজই পরিবর্তন করেননি, সঙ্গে পরিবর্তন করেছেন নিজের লুকও। প্রায়শই তিনি নিজের চুল আর শরীর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন।

৫। তিনি শুধু নিজের ইমেজই পরিবর্তন করেননি, সঙ্গে পরিবর্তন করেছেন নিজের লুকও। প্রায়শই তিনি নিজের চুল আর শরীর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন।

5 / 6
৬। বলিউডে কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। আজ শাহিদের জন্মদিনের দিন ২০১৭ সালে তাঁদের অভিনীত ‘রেনগুন’ ছবির চুম্বন দৃশ্য নিয়ে তাঁর মন্তব্য ছিল বিতর্কিত। তাঁর মতে, শাহিদের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করা নাকি খুবই বিরক্তিকর।

৬। বলিউডে কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। আজ শাহিদের জন্মদিনের দিন ২০১৭ সালে তাঁদের অভিনীত ‘রেনগুন’ ছবির চুম্বন দৃশ্য নিয়ে তাঁর মন্তব্য ছিল বিতর্কিত। তাঁর মতে, শাহিদের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করা নাকি খুবই বিরক্তিকর।

6 / 6