বক্সিং রিংয়েই বান্ধবী ইয়ং লিরিককে প্রপোজ করলেন মার্কিন বক্সার শাকুর স্টিভেনসন

Shakur Stevenson-Young Lyric: বক্সিং রিংয়েই বান্ধবী ইয়ং লিরিককে বিয়ের প্রস্তাব দিলেন মার্কিন তারকা বক্সার শাকুর স্টিভেনসন। মেক্সিকান বক্সার অস্কার ভাল্ডেজকে চ্যাম্পিয়নশিপ বক্সিংয়ে হারিয়ে ইউনিফাইড সুপার ফেদারওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর, স্টিভেনসন এক্কেবারে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন ইয়ংকে। রিংয়ে হাঁটু মুড়ে, হাতে আংটি নিয়ে স্টিভেনসন বলেন, "লিরিক আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?" উত্তরে ইয়ং হ্যাঁ জানান।

| Edited By: | Updated on: May 04, 2022 | 7:30 AM
মার্কিন তারকা বক্সার শাকুর স্টিভেনসনের বান্ধবী সুন্দরী ইয়ং লিরিক হলেন একজন ব়্যাপার। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

মার্কিন তারকা বক্সার শাকুর স্টিভেনসনের বান্ধবী সুন্দরী ইয়ং লিরিক হলেন একজন ব়্যাপার। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

1 / 5
২০২০ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং করেন স্টিভেনসন ও লিরিক। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

২০২০ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং করেন স্টিভেনসন ও লিরিক। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

2 / 5
মেক্সিকান বক্সার অস্কার ভাল্ডেজকে চ্যাম্পিয়নশিপ বক্সিংয়ে হারিয়ে ইউনিফাইড সুপার ফেদারওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর, স্টিভেনসন এক্কেবারে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন ইয়ংকে। (ছবি-টুইটার)

মেক্সিকান বক্সার অস্কার ভাল্ডেজকে চ্যাম্পিয়নশিপ বক্সিংয়ে হারিয়ে ইউনিফাইড সুপার ফেদারওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর, স্টিভেনসন এক্কেবারে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন ইয়ংকে। (ছবি-টুইটার)

3 / 5
রিংয়ে হাঁটু মুড়ে, হাতে আংটি নিয়ে স্টিভেনসন বলেন, "লিরিক আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?" উত্তরে উচ্ছ্বসিত লিরিক হ্যাঁ বলে জড়িয়ে ধরেন স্টিভেনসনকে। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

রিংয়ে হাঁটু মুড়ে, হাতে আংটি নিয়ে স্টিভেনসন বলেন, "লিরিক আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?" উত্তরে উচ্ছ্বসিত লিরিক হ্যাঁ বলে জড়িয়ে ধরেন স্টিভেনসনকে। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

4 / 5
গত বছরের ডিসেম্বরে স্টিভেনসন ও লিরিকের কন্যাসন্তান লেইলানি আশা স্টিভেনশনের জন্ম হয়। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

গত বছরের ডিসেম্বরে স্টিভেনসন ও লিরিকের কন্যাসন্তান লেইলানি আশা স্টিভেনশনের জন্ম হয়। (ছবি-ইয়ং লিরিক ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: