Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Web Series: ‘দিল্লি ক্রাইম’-এর এমি অ্যাওয়ার্ড জয়ের বর্ষপূর্তি, আনন্দ ভাগ করে নিলেন শেফালি

Web Series: শেফালি শাহ, রসিকা দুগ্গল, আদিল হুসেন, রাজেশ তাইলাং অভিনীত এই সিরিজে ২০১২ দিল্লি গণধর্ষণের পরবর্তী ঘটনার চিত্ররূপ রয়েছে।

| Edited By: | Updated on: Nov 25, 2021 | 7:48 AM
ভারতীয় ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’ জিতেছে এমি অ্যাওয়ার্ড। তারই বর্ষপূর্তিতে নস্ট্যালজিক কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ ভাগ করে নিলেন এই সিরিজের মুখ্য অভিনেত্রী শেফালি শাহ।

ভারতীয় ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’ জিতেছে এমি অ্যাওয়ার্ড। তারই বর্ষপূর্তিতে নস্ট্যালজিক কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ ভাগ করে নিলেন এই সিরিজের মুখ্য অভিনেত্রী শেফালি শাহ।

1 / 7
শেফালি শাহ, রসিকা দুগ্গল, আদিল হুসেন, রাজেশ তাইলাং অভিনীত এই সিরিজে ২০১২ দিল্লি গণধর্ষণের পরবর্তী ঘটনার চিত্ররূপ রয়েছে।

শেফালি শাহ, রসিকা দুগ্গল, আদিল হুসেন, রাজেশ তাইলাং অভিনীত এই সিরিজে ২০১২ দিল্লি গণধর্ষণের পরবর্তী ঘটনার চিত্ররূপ রয়েছে।

2 / 7
শেফালি লিখেছেন, ‘এক বছর হয়ে গেল দিল্লি ক্রাইম এমি অ্যাওয়ার্ড জিতে ইতিহাস তৈরি করেছে। খুব গর্বিত আমি। সারা জীবনের জন্য এই শোয়ের অংশ হয়ে থাকতে চাই।’

শেফালি লিখেছেন, ‘এক বছর হয়ে গেল দিল্লি ক্রাইম এমি অ্যাওয়ার্ড জিতে ইতিহাস তৈরি করেছে। খুব গর্বিত আমি। সারা জীবনের জন্য এই শোয়ের অংশ হয়ে থাকতে চাই।’

3 / 7
 পুরো কৃতিত্বই গোটা টিমকে দিতে চান শেফালি। তিনি মনে করেন, সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া এই অ্যাওয়ার্ড জয় কোনও ভাবেই সম্ভব ছিল না। পাশাপাশি পরিচালক রিচি মেহতাকে আলাদা ভাবে ধন্যবাদ দিয়েছেন তিনি।

পুরো কৃতিত্বই গোটা টিমকে দিতে চান শেফালি। তিনি মনে করেন, সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া এই অ্যাওয়ার্ড জয় কোনও ভাবেই সম্ভব ছিল না। পাশাপাশি পরিচালক রিচি মেহতাকে আলাদা ভাবে ধন্যবাদ দিয়েছেন তিনি।

4 / 7
এই সিরিজ নতুন করে শেফালির কেরিয়ার গ্রাফ বদলে দিয়েছে। দিল্লি ক্রাইম-এর পর নানা ধরনের চরিত্রের অফার পাচ্ছেন তিনি। এখন অনেক বেছে কাজ করছেন অভিনেত্রী।

এই সিরিজ নতুন করে শেফালির কেরিয়ার গ্রাফ বদলে দিয়েছে। দিল্লি ক্রাইম-এর পর নানা ধরনের চরিত্রের অফার পাচ্ছেন তিনি। এখন অনেক বেছে কাজ করছেন অভিনেত্রী।

5 / 7
এই শোয়ের কস্টিউমের দায়িত্বে ছিলেন স্মৃতি চৌহান। তিনি TV9 বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আসল ইউনিফর্ম দেখানো হয়েছিল। সেটাই চ্যালেঞ্জিং ছিল। কোনও ভুল করা যাবে না। একটা স্টারের পজিশনও ভুল হলে চলবে না। কস্টিউমের রং, টুপির রং, ক’টা স্টার থাকবে ইউনিফর্মে, সব খেয়াল রাখতে হত। সেটা অনেক কঠিন। দর্শকের হয়তো মনে হবে, ইউনিফর্ম একটাই। কিন্তু সেটা ১০টা কস্টিউম করার থেকেও বেশি কাজ।”

এই শোয়ের কস্টিউমের দায়িত্বে ছিলেন স্মৃতি চৌহান। তিনি TV9 বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আসল ইউনিফর্ম দেখানো হয়েছিল। সেটাই চ্যালেঞ্জিং ছিল। কোনও ভুল করা যাবে না। একটা স্টারের পজিশনও ভুল হলে চলবে না। কস্টিউমের রং, টুপির রং, ক’টা স্টার থাকবে ইউনিফর্মে, সব খেয়াল রাখতে হত। সেটা অনেক কঠিন। দর্শকের হয়তো মনে হবে, ইউনিফর্ম একটাই। কিন্তু সেটা ১০টা কস্টিউম করার থেকেও বেশি কাজ।”

6 / 7
এমি অ্যাওয়ার্ড জয়ের পর করোনার কারণে পার্টি করতে পারেননি শিল্পীরা। ভার্চুয়ালি দেখা হয়েছিল তাঁদের। সে ছবিও শেয়ার করেছেন শেফালি।

এমি অ্যাওয়ার্ড জয়ের পর করোনার কারণে পার্টি করতে পারেননি শিল্পীরা। ভার্চুয়ালি দেখা হয়েছিল তাঁদের। সে ছবিও শেয়ার করেছেন শেফালি।

7 / 7
Follow Us: