Bangla NewsPhoto gallery Shubman Gill Scores First International Century on 3rd ODI against Zimbabwe
Shubman Gill: হারারেতে ‘গিল’ ম্যাজিক… প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি শুভমনের
হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেন শুভমন গিল। ওয়ান ডে ক্রিকেটে এটাই শুভমনের প্রথম শতরান। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৮ রানে থাকাকালীন, বৃষ্টির জন্য ভারতের ইনিংস শেষ হয়। না হলে, প্রথম ওডিআই শতরানের জন্য এতটা অপেক্ষা করতে হত না গিলকে।