হারারেতে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেন শুভমন গিল (Shubman Gill)। ওয়ান ডে ক্রিকেটে এটাই শুভমনের প্রথম শতরান। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৮ রানে থাকাকালীন, বৃষ্টির জন্য ভারতের ইনিংস শেষ হয়। না হলে, প্রথম ওডিআই শতরানের জন্য এতটা অপেক্ষা করতে হত না গিলকে। (ছবি-বিসিসিআই টুইটার)
রেগিস চাকাভাদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে ওপেনিংয়ে নামেননি গিল। তিন নম্বরে নেমেছিলেন শুভমন। এবং তিনি ছিলেন শেষ ওভার অবধি। (ছবি-পিটিআই)
হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ৯৭ বলে ১৩০ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়ে যান শুভমন। (ছবি-পিটিআই)
উল্লেখ্য, ১৩০ রান করার পথে শুভমন গিলের ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও ১টি ছয়। (ছবি-পিটিআই)
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে এটাই পঞ্জাব তনয় শুভমনের প্রথম শতরান। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। (ছবি-পিটিআই)