আবারও বিগবসের এক নয়া সিজন। আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগবস ১৫। শোনা যাচ্ছিল, এই সিজনে নাকি চমক হিসেবে দেখতে পাওয়া যাবে রিয়া চক্রবর্তীকে। অভিনেত্রীকে নাকি ৩৫ লক্ষ টাকা প্রতি সপ্তাহে পারিশ্রমিক দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন নির্মাতারা। যদি তাই হয়, তাহলে বিগবসের ইতিহাসে হায়েস্ট পেড-দের মধ্যে রিয়া হতেন একজন। যদিও সে গুড়ে বালি। সূত্র বলছে, রিয়া নাকি বিগবসে অংশের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। কিন্তু যারা তা করেননি... অংশ নিয়েছিলেন কোনও না কোনও সিজনে? বিগবসের ঘর থেকে কত আয় হয়েছে সিদ্ধার্থ শুক্লা, রশ্মি দেশাইসহ অন্যান্য তারকাদের। দেখে নেওয়া যাক।