Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss: বিগবসের বিভিন্ন সিজনে কত পারিশ্রমিক পেয়েছেন সিদ্ধার্থ-রশ্মি-দেবলীনারা?

? বিগবসের ঘর থেকে কত আয় হয়েছে সিদ্ধার্থ শুক্লা, রশ্মি দেশাইসহ অন্যান্য তারকাদের। দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Sep 30, 2021 | 10:12 PM
আবারও বিগবসের এক নয়া সিজন। আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগবস ১৫। শোনা যাচ্ছিল, এই সিজনে নাকি চমক হিসেবে দেখতে পাওয়া যাবে রিয়া চক্রবর্তীকে। অভিনেত্রীকে নাকি ৩৫ লক্ষ টাকা প্রতি সপ্তাহে পারিশ্রমিক দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন নির্মাতারা। যদি তাই হয়, তাহলে বিগবসের ইতিহাসে হায়েস্ট পেড-দের মধ্যে রিয়া হতেন একজন। যদিও সে গুড়ে বালি। সূত্র বলছে, রিয়া নাকি বিগবসে অংশের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। কিন্তু যারা তা করেননি... অংশ নিয়েছিলেন কোনও না কোনও সিজনে? বিগবসের ঘর থেকে কত আয় হয়েছে সিদ্ধার্থ শুক্লা, রশ্মি দেশাইসহ অন্যান্য তারকাদের। দেখে নেওয়া যাক।

আবারও বিগবসের এক নয়া সিজন। আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগবস ১৫। শোনা যাচ্ছিল, এই সিজনে নাকি চমক হিসেবে দেখতে পাওয়া যাবে রিয়া চক্রবর্তীকে। অভিনেত্রীকে নাকি ৩৫ লক্ষ টাকা প্রতি সপ্তাহে পারিশ্রমিক দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন নির্মাতারা। যদি তাই হয়, তাহলে বিগবসের ইতিহাসে হায়েস্ট পেড-দের মধ্যে রিয়া হতেন একজন। যদিও সে গুড়ে বালি। সূত্র বলছে, রিয়া নাকি বিগবসে অংশের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। কিন্তু যারা তা করেননি... অংশ নিয়েছিলেন কোনও না কোনও সিজনে? বিগবসের ঘর থেকে কত আয় হয়েছে সিদ্ধার্থ শুক্লা, রশ্মি দেশাইসহ অন্যান্য তারকাদের। দেখে নেওয়া যাক।

1 / 6
রশ্মি নাকি এককালীন ১ কোটি ২০ লক্ষ টাকা আয় করেছিলেন।

রশ্মি নাকি এককালীন ১ কোটি ২০ লক্ষ টাকা আয় করেছিলেন।

2 / 6
সূত্র বলছে সিদ্ধার্থ নাকি বিগবসের ১৩ তম সিজনে এপিসোড প্রতি ৪০ লক্ষ টাকা পেতেন।

সূত্র বলছে সিদ্ধার্থ নাকি বিগবসের ১৩ তম সিজনে এপিসোড প্রতি ৪০ লক্ষ টাকা পেতেন।

3 / 6
দেবলীনা আবার সপ্তাহ প্রতি পেতেন দশ লক্ষ টাকা।

দেবলীনা আবার সপ্তাহ প্রতি পেতেন দশ লক্ষ টাকা।

4 / 6
পিছিয়ে ছিলেন না হিনা খানও। বিগবস ১১তে অংশ নেওয়া হিনার পারিশ্রমিক ছিল সপ্তাহ প্রতি ৮ লক্ষ টাকা।

পিছিয়ে ছিলেন না হিনা খানও। বিগবস ১১তে অংশ নেওয়া হিনার পারিশ্রমিক ছিল সপ্তাহ প্রতি ৮ লক্ষ টাকা।

5 / 6
অন্যদিকে বিগবস ৮- অংশ নেওয়া করিশ্মা তন্না নাকি সপ্তাহ প্রতি পেয়েছেন ১০ লক্ষ টাকা।

অন্যদিকে বিগবস ৮- অংশ নেওয়া করিশ্মা তন্না নাকি সপ্তাহ প্রতি পেয়েছেন ১০ লক্ষ টাকা।

6 / 6
Follow Us: