Skin Care Tips: পুজোয় সিলভার ফেসিয়াল করাবেন? ত্বকের উপর কী কাজ করে রুপো, জানুন
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 22, 2022 | 8:36 PM
Silver for Skin: পুজোর মুখে অনেকেই ফেসিয়াল করিয়ে থাকেন। এই ফেসিয়াল দুনিয়ায় অনেকদিন আগেই নজর কেড়েছে সিলভার, গোল্ডের মতো ফেসিয়াল। কিন্তু রূপচর্চার অঙ্গ রুপো—এটা কি আদৌ কোনও উপকার হয় ত্বকের?
1 / 6
পুজোর মুখে অনেকেই ফেসিয়াল করিয়ে থাকেন। এই ফেসিয়াল দুনিয়ায় অনেকদিন আগেই নজর কেড়েছে সিলভার, গোল্ডের মতো ফেসিয়াল। কিন্তু রূপচর্চার অঙ্গ রুপো—এটা কি আদৌ কোনও উপকার হয় ত্বকের?
2 / 6
রুপো ব্যবহারের রূপচর্চার জগতে নতুন নয়। আগে শুধু ফেসিয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল রুপো। এখন আপনি সপ্তাহে একবার করে রুপোর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। তাছাড়া বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরিতে রুপো ব্যবহার করা হয়।
3 / 6
রুপোর মধ্যে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, রুপো ত্বককে যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের ক্ষত সারিয়ে তোলে।
4 / 6
গবেষণায় দেখা গিয়েছে, ব্রণর সমস্যায় দারুণ কার্যকর রুপো। রুপো ত্বকে সেবাম নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি রুপোর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়।
5 / 6
রুপোর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে বিশেষ সাহায্য করে। এটি ত্বকের সূক্ষ্ম রেখা, বলিরেখা, দাগছোপ ইত্যাদি প্রতিরোধ সাহায্য করে।
6 / 6
বাজারে একাধিক ধরনের প্রসাধনী পণ্য পাওয়া যায়, যার মধ্যে রুপো রয়েছে। এমনকী রুপোর ফেসপ্যাক ও ফেসিয়াল মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে আপনি চাইলে রুপো গুঁড়ো করেও ত্বকের উপর ব্যবহার করতে পারেন।