TV9 Bangla Digital | Edited By: megha
Oct 11, 2022 | 2:48 PM
রঙবেরঙের পোশাকে আলমারি ভর্তি থাকলেও সাদা পোশাকের প্রতি আলাদাই টান থাকে। সাদা শার্টের বা টি-শার্টের সঙ্গে ব্লু জিনস কিংবা সাদা কুর্তি বা টপ—আলাদাই ফ্যাশন তৈরি করে। কিন্তু পোশাকের সাদা রঙ টিকিয়ে রাখা বেশ মুশকিল।
সাদা পোশাক পরলে বেশ সতর্ক থাকতে হয়—এই না বুঝি কোনও কিছু দাগ লেগে গেল। পাশাপাশি সাদা পোশাক কাচার সময়ও নজর রাখতে হবে যাতে পোশাকের রঙ ফিকে না হয়ে যায়। সাধারণত সাদা পোশাক পরিষ্কার করতে ব্লিচ ব্যবহার করা হয়। তবে ব্লিচ ছাড়াও আপনি পোশাকের সাদাভাব ধরে রাখতে পারবেন।
মা-ঠাকুমারা বরাবরই সাদা জামাকাপড় কাচতে নীল ব্যবহার করতেন। এই টোটকা আপনিও কাজে লাগাতে পারেন। সামান্য নীলের গুঁড়ো কিংবা তরল নীল পরিষ্কার জলে মিশিয়ে দিন। জামাকাপড় কাচা পর ওই জলে কিছুক্ষণ সাদা জামাকাপড়গুলো ডুবিয়ে রাখুন। তারপর সাধারণ জল দিয়ে জামাকাপড় ধুয়ে নিন।
ব্লিচের বদলে সাদা পোশাক কাচতে বেকিং সোডা ব্যবহার করুন। জলে এক কাপ বেকিং সোডা মিশিয়ে ফুটিয়ে নিন। এবার ওই গরম জলে সাদা পোশাকটা ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর জামাকাপড় কাচার সাবান দিয়ে কেচে নিন। সাদা রঙ আরও উজ্জ্বল দেখাবে।
এক বালতি গরম জলে এক কাপ ভিনিগার মিশিয়ে দিন। ওই জলে সাদা পোশাকগুলো সারারাত ধরে ভিজিরে রাখুন। পরের দিন সকালে সাধারণ সাবান দিয়ে জামাকাপড়গুলো কেচে নিন। এতে সাদা রঙ ফিকে হয়ে যাবে না, উপরন্ত জেল্লা বাড়বে।
সূর্যের প্রখর রোদে জামাকাপড়ের রঙ নষ্ট হয়ে যায়। কিন্তু রোদে সাদা জামাকাপড় শুকোতে দিলে এর উজ্জ্বলতা বাড়ে। সুতরাং সাদা পোশাক কিংবা বিছানার চাদরের ঔজ্জ্বল্যতা ধরে রাখতে কাচার পর তা সূর্যের আলো শুকনো করতে দিন।
ব্লিচের বিকল্প হিসেবে আপনি বোরাক্স ব্যবহার করতে পারেন। এটি এক প্রকার খনিজ পদার্থ যা সাদা জামা থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে। জলে সামান্য বোরক্স মিশিয়ে তার মধ্যে আধ ঘণ্টা সাদা পোশাকগুলো ডুবিয়ে রাখুন। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিলেই হবে।