Arijit Singh Assets: মোট কত কোটির মালিক অরিজিৎ? হার মানবে বলিউড সেলেবরাও

Unknown Arijit: তাঁর প্রতিটা গানই মুহূর্তে স্থান পায় ভক্তমনে। যার ফলে আয়ও নেহাতই কম নয়।

| Edited By: | Updated on: Feb 20, 2023 | 10:07 AM
বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় গায়কের তালিকায় প্রথম যে নামটি উঠে আসে, তা হল অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে গান মানেই এক কথায় সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভক্তদের মনে মুহূর্তে জায়গা করে নেয় তাঁর গান।

বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় গায়কের তালিকায় প্রথম যে নামটি উঠে আসে, তা হল অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে গান মানেই এক কথায় সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভক্তদের মনে মুহূর্তে জায়গা করে নেয় তাঁর গান।

1 / 8
Arijit Singh Assets: মোট কত কোটির মালিক অরিজিৎ? হার মানবে বলিউড সেলেবরাও

2 / 8
তবে থেকে আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎ সিংকে। এক দশকের বেশি সময় ধরে তিনিই বর্তমানে গানের দুনিয়ার হটকেক। তাঁর প্রতিটা গানই মুহূর্তে স্থান পায় ভক্তমনে। যার ফলে আয়ও নেহাতই কম নয়।

তবে থেকে আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎ সিংকে। এক দশকের বেশি সময় ধরে তিনিই বর্তমানে গানের দুনিয়ার হটকেক। তাঁর প্রতিটা গানই মুহূর্তে স্থান পায় ভক্তমনে। যার ফলে আয়ও নেহাতই কম নয়।

3 / 8
অরিজিৎ সিং এক একটি গান করতে প্রায় ২২ থেকে ২৫ লাখ টাকা নিয়ে থাকেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণও নেহাতই কম নয়। বাঘা বাঘা বলিউড সেলেবদেরও হার মানাবেন তিনি।

অরিজিৎ সিং এক একটি গান করতে প্রায় ২২ থেকে ২৫ লাখ টাকা নিয়ে থাকেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণও নেহাতই কম নয়। বাঘা বাঘা বলিউড সেলেবদেরও হার মানাবেন তিনি।

4 / 8
ক্যানবি লাইফস্টাইল-এর রিপোর্ট অনুযায়ী তিনি মোট ৭১.০৫ কোটি টাকার মালিক (২০১৯)। মাসে আয় ৪ থেকে ৫.৮ কোটি টাকা। যদিও অরিজিৎ সিং খুব একটা কনসার্ট বা শো করেন না।

ক্যানবি লাইফস্টাইল-এর রিপোর্ট অনুযায়ী তিনি মোট ৭১.০৫ কোটি টাকার মালিক (২০১৯)। মাসে আয় ৪ থেকে ৫.৮ কোটি টাকা। যদিও অরিজিৎ সিং খুব একটা কনসার্ট বা শো করেন না।

5 / 8
তবে একটি কনসার্ট বা শো করতে তিনি নিয়ে থাকেন, ফোবসের তালিকায় ২৬ নম্বরে স্থান এই গায়কের। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর প্রতিটা আপডেটে থাকে ভক্তদের নজর।

তবে একটি কনসার্ট বা শো করতে তিনি নিয়ে থাকেন, ফোবসের তালিকায় ২৬ নম্বরে স্থান এই গায়কের। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর প্রতিটা আপডেটে থাকে ভক্তদের নজর।

6 / 8
বর্তমানে তাঁর আয় বেড়ে দাঁড়িয়েছে বছরে প্রায় ৫০ কোটি টাকা। ২০১৭ সাল পর্যন্ত তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৪৩.৩২ কোটি টাকা। যদিও বিলাসবহুল জীবন যাপন তাঁর মোটেও পছন্দ নয়।

বর্তমানে তাঁর আয় বেড়ে দাঁড়িয়েছে বছরে প্রায় ৫০ কোটি টাকা। ২০১৭ সাল পর্যন্ত তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৪৩.৩২ কোটি টাকা। যদিও বিলাসবহুল জীবন যাপন তাঁর মোটেও পছন্দ নয়।

7 / 8
ভক্তরা এই কারমেো অরিজিৎ সিং-কে বেশ পছন্দ করেন। সকলের মধ্যে থেকে সাধারণ জীবনযাপনই পছন্দ তাঁর। বারে বারে তা প্রমাণ করেছেন গায়ক। ভাইরাল হয়েছে তাঁর একাধিক ভিডিয়োও।

ভক্তরা এই কারমেো অরিজিৎ সিং-কে বেশ পছন্দ করেন। সকলের মধ্যে থেকে সাধারণ জীবনযাপনই পছন্দ তাঁর। বারে বারে তা প্রমাণ করেছেন গায়ক। ভাইরাল হয়েছে তাঁর একাধিক ভিডিয়োও।

8 / 8
Follow Us: