Jasprit Bumrah: ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ বুম বুম বুমরা MCG-তে বিরল নজিরে…

India vs Australia, Border Gavaskar Trophy: ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সেরা পেসার কে? এ নাম বলতে বললেই উঠবে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কথা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক বিরল নজির গড়েছেন বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের ভাইস ক্যাপ্টেন। কী সেই নজির?

| Updated on: Dec 29, 2024 | 1:02 PM
টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের নজির গড়েছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ নজির গড়েছেন তিনি। (ছবি-পিটিআই)

টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের নজির গড়েছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ নজির গড়েছেন তিনি। (ছবি-পিটিআই)

1 / 8
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী বোলার জসপ্রীত বুমরা। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নেন বুমরা। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলা শেষে তাঁর ঝুলিতে ৪ উইকেট। (ছবি-পিটিআই)

চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী বোলার জসপ্রীত বুমরা। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নেন বুমরা। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলা শেষে তাঁর ঝুলিতে ৪ উইকেট। (ছবি-পিটিআই)

2 / 8
দ্রুততম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের গণ্ডি পেরিয়ে গেলেন জসপ্রীত বুমরা। তিনি প্রথম বোলার যিনি, ৪ হাজারের কম রান হজম করে এই রেকর্ড গড়েছেন। (ছবি-পিটিআই)

দ্রুততম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের গণ্ডি পেরিয়ে গেলেন জসপ্রীত বুমরা। তিনি প্রথম বোলার যিনি, ৪ হাজারের কম রান হজম করে এই রেকর্ড গড়েছেন। (ছবি-পিটিআই)

3 / 8
বিশ্বের একমাত্র বোলার হিসেবে কুড়ির নীচে গড় রেখে ২০০ উইকেটের নজির স্পর্শ করলেন জসপ্রীত বুমরা। ১৯.৫৬ গড়ে এই নজির নিজের নামে করেছেন বুমরা। (ছবি-পিটিআই)

বিশ্বের একমাত্র বোলার হিসেবে কুড়ির নীচে গড় রেখে ২০০ উইকেটের নজির স্পর্শ করলেন জসপ্রীত বুমরা। ১৯.৫৬ গড়ে এই নজির নিজের নামে করেছেন বুমরা। (ছবি-পিটিআই)

4 / 8
মেলবোর্নে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ট্রাভিস হেডকে ১ রানে ফেরানোর পর বুমরা ২০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। (ছবি-পিটিআই)

মেলবোর্নে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ট্রাভিস হেডকে ১ রানে ফেরানোর পর বুমরা ২০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। (ছবি-পিটিআই)

5 / 8
মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা ২৪ ওভার বল করে ৭টি মেডেন দিয়েছেন। ৫৬ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন। (ছবি-পিটিআই)

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা ২৪ ওভার বল করে ৭টি মেডেন দিয়েছেন। ৫৬ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন। (ছবি-পিটিআই)

6 / 8
বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে অজিদের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরার চার শিকার স্যাম কন্টাস, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি।  (ছবি-পিটিআই)

বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে অজিদের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরার চার শিকার স্যাম কন্টাস, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। (ছবি-পিটিআই)

7 / 8
বল খরচের দিক থেকে সবচেয়ে দ্রুত টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হওয়ার তালিকায় চারে জসপ্রীত বুমরা। এ রেকর্ড গড়তে তাঁর লেগেছে ৮৪৮৪ বল। তালিকায় শীর্ষে ওয়াকার ইউনিস (৭৭২৫ বল)। দুই ও তিনে ডেইল স্টেইন (৭৮৪৮ বল) ও কাগিসো রাবাডা (৮১৫৪ বল)। (ছবি-পিটিআই)

বল খরচের দিক থেকে সবচেয়ে দ্রুত টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হওয়ার তালিকায় চারে জসপ্রীত বুমরা। এ রেকর্ড গড়তে তাঁর লেগেছে ৮৪৮৪ বল। তালিকায় শীর্ষে ওয়াকার ইউনিস (৭৭২৫ বল)। দুই ও তিনে ডেইল স্টেইন (৭৮৪৮ বল) ও কাগিসো রাবাডা (৮১৫৪ বল)। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us: