Pre-Holi Skin Care: সামনেই রঙিন উত্‍সব, রঙ-আবির খেলার আগে ত্বকের বিশেষ যত্ন নিন এভাবে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: dipta das

Updated on: Mar 03, 2023 | 1:20 PM

Skincare Tips: দোলের দিন রঙ খেলা হবে না, তা কখনও হয় নাকি! হোলিতে রঙ নিয়ে খেলতে সকলেই ভালোবাসি। সামনেই দোল, আর সেই উপলক্ষ্যে বাজারে এখন রঙ, পিচকারি, আবিরের ছয়লাপ।

Mar 03, 2023 | 1:20 PM
কিন্তু যাঁরা বিউটি কেয়ার নিয়ে চিন্তিত, তাদের জন্য এইদিনটি নয়। কারণ রঙের মধ্যে থাকা রাসায়নিক পদার্থে কারণে ত্বকের চরম ক্ষতি তৈরি হয়। তবে রঙ খেলার ইচ্ছা যদি থেকে যায়, তাহলে প্রি-হোলি স্কিন কেয়ার টিপস নেওয়া উচিত।

কিন্তু যাঁরা বিউটি কেয়ার নিয়ে চিন্তিত, তাদের জন্য এইদিনটি নয়। কারণ রঙের মধ্যে থাকা রাসায়নিক পদার্থে কারণে ত্বকের চরম ক্ষতি তৈরি হয়। তবে রঙ খেলার ইচ্ছা যদি থেকে যায়, তাহলে প্রি-হোলি স্কিন কেয়ার টিপস নেওয়া উচিত।

1 / 9
যদি হোলির দিন রঙ ও আবির খেলা থেকে নিজেকে আগলে রাখতে না পারেন, তাহলে আগের রাতে মুখে নারকেল তেল বা বাদাম তেল ব্যবহার করে ম্যাসাজ করে নিতে পারেন। সব সময় মনে রাখবেন, ত্বক যত ময়েশ্চারাইজড থাকবে, তত কম ত্বকের মধ্যে রঙ শোষণ হবে।

যদি হোলির দিন রঙ ও আবির খেলা থেকে নিজেকে আগলে রাখতে না পারেন, তাহলে আগের রাতে মুখে নারকেল তেল বা বাদাম তেল ব্যবহার করে ম্যাসাজ করে নিতে পারেন। সব সময় মনে রাখবেন, ত্বক যত ময়েশ্চারাইজড থাকবে, তত কম ত্বকের মধ্যে রঙ শোষণ হবে।

2 / 9
হোলির দিনেও ত্বক থাকবে সতেজ ও সুন্দর। ত্বকের ছিদ্রপথে রঙ প্রবেশ করে যাতে চরম ক্ষতি না করে তার জন্য হাইড্রেটিং টোনার ব্যবহার করা উতিত। তারপর ময়েশ্চারাইজার ও নন-কমেডোজেনিক এসপিএফ ব্যবহার করতে পারেন। ঘাড়, মুখ ও কানে সানস্ক্রিন যত ঘন হবে তত ভাল।

হোলির দিনেও ত্বক থাকবে সতেজ ও সুন্দর। ত্বকের ছিদ্রপথে রঙ প্রবেশ করে যাতে চরম ক্ষতি না করে তার জন্য হাইড্রেটিং টোনার ব্যবহার করা উতিত। তারপর ময়েশ্চারাইজার ও নন-কমেডোজেনিক এসপিএফ ব্যবহার করতে পারেন। ঘাড়, মুখ ও কানে সানস্ক্রিন যত ঘন হবে তত ভাল।

3 / 9
ত্বককে সুরক্ষিত রাখতে ৩০ এর বেশি এসপিএফ বা তাও বেশি মাত্রা ব্যবহার করতে পারেন। বাইরে বের হওয়ার আগে ভাল মানের সানস্ক্রিন প্রয়োগ করতে ভুলবেন না যেন।

ত্বককে সুরক্ষিত রাখতে ৩০ এর বেশি এসপিএফ বা তাও বেশি মাত্রা ব্যবহার করতে পারেন। বাইরে বের হওয়ার আগে ভাল মানের সানস্ক্রিন প্রয়োগ করতে ভুলবেন না যেন।

4 / 9
ত্বকের পাশাপাশি ঠোঁটকেও রাখতে হবে সযত্নে। আর হোলির দিনে সেলফি তোলার সময় পাউট না করলে কি ভাল লাগে? হোলির আগের দিন লিপ বাটার ব্যবহার করুন। তাতে ঠোঁট থাকে হাইড্রেটেড ও মসৃণ।

ত্বকের পাশাপাশি ঠোঁটকেও রাখতে হবে সযত্নে। আর হোলির দিনে সেলফি তোলার সময় পাউট না করলে কি ভাল লাগে? হোলির আগের দিন লিপ বাটার ব্যবহার করুন। তাতে ঠোঁট থাকে হাইড্রেটেড ও মসৃণ।

5 / 9
শুষ্ক ও ফাটা ঠোঁট ঠেকাতে এই এই উপায় বেশ উপকারী। অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে ও রঙ বসে যাতে ঠোঁটে ফাটল না ধরে, তার জন্য লিপ বাটার ব্যবহার করুন।

শুষ্ক ও ফাটা ঠোঁট ঠেকাতে এই এই উপায় বেশ উপকারী। অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে ও রঙ বসে যাতে ঠোঁটে ফাটল না ধরে, তার জন্য লিপ বাটার ব্যবহার করুন।

6 / 9
গোটা শরীরের জন্য বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বক দীর্ঘসময়ের জন্য হাইড্রেটেড থাকে। ত্বক ও রঙের মধ্য়ে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে।

গোটা শরীরের জন্য বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বক দীর্ঘসময়ের জন্য হাইড্রেটেড থাকে। ত্বক ও রঙের মধ্য়ে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে।

7 / 9
ঠোঁটের পাশাপাশি নখেরও যত্ন নেওয়া প্রয়োজন। রঙের ক্ষতিকারক রাসায়নিক ঠেকাতে গাঢ় রঙের নেলপলিশ প্রয়োগ করুন। তাতে ক্ষতির হাত থেকে নখ অনেকটাই রেহাই পায়। বড় নয়, নখ ছোট করে কেটে নিন।

ঠোঁটের পাশাপাশি নখেরও যত্ন নেওয়া প্রয়োজন। রঙের ক্ষতিকারক রাসায়নিক ঠেকাতে গাঢ় রঙের নেলপলিশ প্রয়োগ করুন। তাতে ক্ষতির হাত থেকে নখ অনেকটাই রেহাই পায়। বড় নয়, নখ ছোট করে কেটে নিন।

8 / 9
নখ ও নখের চারপাশ সতেজ রাখতে ভিটামিন ই যুক্ত নেলপলিশ লোশন দিয়ে ম্যাসাজ করুন। নখের সংক্রমণ ও দাগ থেকে মুক্তি পেতে নখের কিউটিকলেও তেল প্রয়োগ করুন।

নখ ও নখের চারপাশ সতেজ রাখতে ভিটামিন ই যুক্ত নেলপলিশ লোশন দিয়ে ম্যাসাজ করুন। নখের সংক্রমণ ও দাগ থেকে মুক্তি পেতে নখের কিউটিকলেও তেল প্রয়োগ করুন।

9 / 9

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla