Bangla NewsPhoto gallery Smriti Mandhana appointed as brand ambassador of Gulf Oil, MS Dhoni Welcomes her to Gulf Family
Smriti Mandhana: গাল্ফ অয়েলের নতুন মুখ স্মৃতি মান্ধানা
ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে নতুন ব্র্য়ান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে গাল্ফ অয়েল লুব্রিকেন্টস। এই নতুন উদ্যোগের মাধ্যমে, গাল্ফ অয়েলের লক্ষ্য নারী শক্তি উদযাপন করা এবং দেশের মহিলা দর্শকদের অনুপ্রাণিত করার পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেটারদের কৃতিত্বকে সম্মান জানানো।