MS Dhoni: রিয়েল এস্টেট থেকে স্পট ফিক্সিং, বিতর্ক থেকে দূরে নন ক্যাপ্টেন কুল

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 27, 2022 | 11:29 AM

দেশকে দু দুটি বিশ্বকাপ জেতানো, সবকটি আইসিসি ট্রফির মালিক এবং ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ক্রিকেটের জনপ্রিয়তম ব্যক্তিত্বদের মধ্যে একজন মহেন্দ্র সিং ধোনি। মাঠ ও তার বাইরে যতই তাঁর মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুক, বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি মাহি।

1 / 5
দেশকে দু দুটি বিশ্বকাপ জেতানো, সবকটি আইসিসি ট্রফির মালিক এবং ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ক্রিকেটের জনপ্রিয়তম ব্যক্তিত্বদের মধ্যে একজন মহেন্দ্র সিং ধোনি। মাঠ ও তার বাইরে যতই তাঁর মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুক, বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি মাহি।

দেশকে দু দুটি বিশ্বকাপ জেতানো, সবকটি আইসিসি ট্রফির মালিক এবং ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ক্রিকেটের জনপ্রিয়তম ব্যক্তিত্বদের মধ্যে একজন মহেন্দ্র সিং ধোনি। মাঠ ও তার বাইরে যতই তাঁর মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুক, বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি মাহি।

2 / 5
২০১৯ সালের আইপিএলের ঘটনা। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে চলছিল ম্যাচ। হঠাৎই মেজাজ খোয়ালেন ক্যাপ্টেন কুল। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নামা সিএসকে-র তিন বলে আট রানের প্রয়োজন ছিল। ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনার দুই রান নিয়েছিলেন। উচ্চতার কারণে নো বল ডাকতে গিয়েও হাত তোলেননি আম্পায়ার। কারণ স্কোয়্যার লেগ আম্পায়ারের মনে হয়েছিল বলটি নো ছিল না। নজিরবিহীনভাবে ধোনি মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। যে ঘটনার পর সমর্থক ও প্রাক্তন ক্রিকেটারদের কাছে ব্যপক সমালোচিত হন ধোনি।

২০১৯ সালের আইপিএলের ঘটনা। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে চলছিল ম্যাচ। হঠাৎই মেজাজ খোয়ালেন ক্যাপ্টেন কুল। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নামা সিএসকে-র তিন বলে আট রানের প্রয়োজন ছিল। ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনার দুই রান নিয়েছিলেন। উচ্চতার কারণে নো বল ডাকতে গিয়েও হাত তোলেননি আম্পায়ার। কারণ স্কোয়্যার লেগ আম্পায়ারের মনে হয়েছিল বলটি নো ছিল না। নজিরবিহীনভাবে ধোনি মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। যে ঘটনার পর সমর্থক ও প্রাক্তন ক্রিকেটারদের কাছে ব্যপক সমালোচিত হন ধোনি।

3 / 5
২০০৯ সালে বীরেন্দ্র সেওয়াগ ও ধোনির মধ্যে ঠান্ডা লড়াইয়ের গুঞ্জন উঠেছিল। সাংবাদিক বৈঠকে সেওয়াগের চোট নিয়ে প্রশ্ন উঠলে কোনওরকম মন্তব্য করতে চাননি তৎকালীন অধিনায়ক। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তবে দু'জনের মধ্যে সমস্যার কথা উড়িয়ে দেন ধোনি।

২০০৯ সালে বীরেন্দ্র সেওয়াগ ও ধোনির মধ্যে ঠান্ডা লড়াইয়ের গুঞ্জন উঠেছিল। সাংবাদিক বৈঠকে সেওয়াগের চোট নিয়ে প্রশ্ন উঠলে কোনওরকম মন্তব্য করতে চাননি তৎকালীন অধিনায়ক। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তবে দু'জনের মধ্যে সমস্যার কথা উড়িয়ে দেন ধোনি।

4 / 5
ধোনির কেরিয়ারের সবচেয়ে বড় বিতর্ক। স্পট-ফিক্সিং কাণ্ডে দুটো বছর নিষিদ্ধ করা হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। যার প্রভাব পড়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়কের উপরও। দলের মালিক এন শ্রীনিবাসনের জামাই গুরুনায় মিয়াপ্পনকে অভিযুক্ত করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে তৎকালীন সিএসকে ক্যাপ্টেন সত্যিটা লুকিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেন এক আইনজীবী।

ধোনির কেরিয়ারের সবচেয়ে বড় বিতর্ক। স্পট-ফিক্সিং কাণ্ডে দুটো বছর নিষিদ্ধ করা হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। যার প্রভাব পড়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়কের উপরও। দলের মালিক এন শ্রীনিবাসনের জামাই গুরুনায় মিয়াপ্পনকে অভিযুক্ত করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে তৎকালীন সিএসকে ক্যাপ্টেন সত্যিটা লুকিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেন এক আইনজীবী।

5 / 5
রিয়েল এস্টেট সংস্থা আম্রপালির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ধোনি। যদিও ক্রেতাদের দাবি, টাকা নিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে হাউজিং সংস্থা। এর দায় এসে পড়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের উপরও। প্রতারিতরা ধোনির কাছ থেকে টাকা আদায়ের আবেদন করে কোর্টে গিয়েছে।

রিয়েল এস্টেট সংস্থা আম্রপালির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ধোনি। যদিও ক্রেতাদের দাবি, টাকা নিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে হাউজিং সংস্থা। এর দায় এসে পড়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের উপরও। প্রতারিতরা ধোনির কাছ থেকে টাকা আদায়ের আবেদন করে কোর্টে গিয়েছে।

Next Photo Gallery