IPL 2022: প্লে অফের আগে ইডেন পরিদর্শনে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 12, 2022 | 8:00 PM

২৪ ও ২৫ তারিখ ইডেন গার্ডেন্সে আইপিএলের জোড়া প্লে অফ। তার আগে ইডেন পরিদর্শনে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ইডেনে মাঠের চারপাশ, ২২ গজ সব কিছু ঘুরে ঘুরে দেখলেন মহারাজ। এ দিকে জোড়া প্লে অফের জন্য আজ থেকেই অনলাইনে টিকিট ছাড়া হল। টিকিটের দাম রাখা হয়েছে ন্যুনতম ৮০০ টাকা।

1 / 4
সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়া।

ছবি: CAB

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়া। ছবি: CAB

2 / 4
ইডেন পরিদর্শনে বোর্ড সভাপতি।

ছবি: CAB

ইডেন পরিদর্শনে বোর্ড সভাপতি। ছবি: CAB

3 / 4
ইডেন গার্ডেন্স ঘুরে দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ছবি: CAB

ইডেন গার্ডেন্স ঘুরে দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: CAB

4 / 4
সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়া আলোচনায়।

ছবি: CAB

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়া আলোচনায়। ছবি: CAB

Next Photo Gallery