TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়
May 12, 2022 | 8:00 PM
২৪ ও ২৫ তারিখ ইডেন গার্ডেন্সে আইপিএলের জোড়া প্লে অফ। তার আগে ইডেন পরিদর্শনে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ইডেনে মাঠের চারপাশ, ২২ গজ সব কিছু ঘুরে ঘুরে দেখলেন মহারাজ। এ দিকে জোড়া প্লে অফের জন্য আজ থেকেই অনলাইনে টিকিট ছাড়া হল। টিকিটের দাম রাখা হয়েছে ন্যুনতম ৮০০ টাকা।