Vijay Deverakonda: ‘অহংকারী’, ‘অ্যানাকোন্ডা’… মুম্বইয়ের হল মালিক কেন এমন বিশেষণে বিদ্ধ করলেন বিজয় দেবেরাকোন্ডাকে?

Liger: বয়কট প্রসঙ্গে মুখ খুলেছিলেন বিজয়। সেই কারণেই কি এমন কথা শুনতে হচ্ছে তাঁকে?

| Edited By: | Updated on: Aug 26, 2022 | 7:53 PM
তাঁর কথায়, ১০০ কোটির ক্ষতি নয়, তবে তিনি মোট ৬৫ শতাংশ বিনিয়োগের অর্থ এখনও ঘরে তুলতে পারেননি। বিজয় দেবেরাকোন্ডা অভার কনফিডেন্ট কি না তিনি সেই বিষয় মন্তব্য করেননি।

তাঁর কথায়, ১০০ কোটির ক্ষতি নয়, তবে তিনি মোট ৬৫ শতাংশ বিনিয়োগের অর্থ এখনও ঘরে তুলতে পারেননি। বিজয় দেবেরাকোন্ডা অভার কনফিডেন্ট কি না তিনি সেই বিষয় মন্তব্য করেননি।

1 / 6
সেই বিশেষণগুলির মধ্যে সবচেয়ে নজরকাড়া 'অহংকারী' এবং 'অ্যানাকোন্ডা'। মুম্বইয়ের গেইটি, গ্যালাক্সি, মারাঠা মন্দিরের মতো আইকনিক হলের মালিক মনোজ দেসাই বলেছেন এমন কথা।

সেই বিশেষণগুলির মধ্যে সবচেয়ে নজরকাড়া 'অহংকারী' এবং 'অ্যানাকোন্ডা'। মুম্বইয়ের গেইটি, গ্যালাক্সি, মারাঠা মন্দিরের মতো আইকনিক হলের মালিক মনোজ দেসাই বলেছেন এমন কথা।

2 / 6
লাইগার বক্সঅফিস নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণের ডিস্ট্রিবিউটর। সূত্রের খবর অনুযায়ী তিনি মোট ১০০ কোটি টাকা ক্ষতির মুখ দেখছেন। তবে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

লাইগার বক্সঅফিস নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণের ডিস্ট্রিবিউটর। সূত্রের খবর অনুযায়ী তিনি মোট ১০০ কোটি টাকা ক্ষতির মুখ দেখছেন। তবে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

3 / 6
তাঁরা কোন পরিস্থিতি দিয়ে যায় যখন একটা ছবি এভাবে ব্যর্থ হয়, একমাত্র তাঁরাই জানে। যাঁরা বসে বসে ছবিকে ভাল বা খারাপের তকমা দিয়ে থাকেন, তাঁরা কি আদৌ ছবিটি দেখেছেন!

তাঁরা কোন পরিস্থিতি দিয়ে যায় যখন একটা ছবি এভাবে ব্যর্থ হয়, একমাত্র তাঁরাই জানে। যাঁরা বসে বসে ছবিকে ভাল বা খারাপের তকমা দিয়ে থাকেন, তাঁরা কি আদৌ ছবিটি দেখেছেন!

4 / 6
মনোজ যতই যাই বলুন না কেন, বলিউড বিজয়কে বিরাট বড় ভাবে স্বাগত জানিয়েছে। যে বলিউডে ৬-৭ বছর আগে এসেও নাকচ হয়ে ফিরে গিয়েছিলেন বিজয়।

মনোজ যতই যাই বলুন না কেন, বলিউড বিজয়কে বিরাট বড় ভাবে স্বাগত জানিয়েছে। যে বলিউডে ৬-৭ বছর আগে এসেও নাকচ হয়ে ফিরে গিয়েছিলেন বিজয়।

5 / 6
তবে এটা স্পষ্ট করে দেন, এই ছবির নামের পাশে খারাপ তকমাটা লাগিয়ে দেওয়ার বিষয়টা খারাপ। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন এখন টার্গেট করা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। বহু গরীব মানুষের রোজগার জড়িয়ে থাকে।

তবে এটা স্পষ্ট করে দেন, এই ছবির নামের পাশে খারাপ তকমাটা লাগিয়ে দেওয়ার বিষয়টা খারাপ। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন এখন টার্গেট করা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। বহু গরীব মানুষের রোজগার জড়িয়ে থাকে।

6 / 6
Follow Us: