UEFA Nations League: রোনাল্ডোদের হার, সেমিফাইনালে স্পেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2022 | 1:41 PM

ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত পর্তুগালের। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। মঙ্গলবার রাতে নেশনস লিগে স্পেনের কাছে ০-১ গোলে হেরে গিয়েছে পর্তুগাল। শেষ চারের ঘরে পা রেখেছে স্পেন। ৮৮ মিনিটে জয়সূচক গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।

1 / 5
ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত পর্তুগালের (Portugal)। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। মঙ্গলবার রাতে নেশনস লিগে স্পেনের (Spain) কাছে ০-১ গোলে হেরে গিয়েছে পর্তুগাল। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত পর্তুগালের (Portugal)। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। মঙ্গলবার রাতে নেশনস লিগে স্পেনের (Spain) কাছে ০-১ গোলে হেরে গিয়েছে পর্তুগাল। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

2 / 5
 নেশনস লিগের শেষ চারের ঘরে পা রেখেছে স্পেন। ম্যাচের ৮৮ মিনিটের মাথায় স্পেনের হয়ে জয়সূচক গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা (Alvaro Morata)। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

নেশনস লিগের শেষ চারের ঘরে পা রেখেছে স্পেন। ম্যাচের ৮৮ মিনিটের মাথায় স্পেনের হয়ে জয়সূচক গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা (Alvaro Morata)। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

3 / 5
নিকো উইলিয়ামসের পাস থেকে পর্তুগালের জাল কাঁপন তারকা স্পেনের আলভারো মোরাতা। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

নিকো উইলিয়ামসের পাস থেকে পর্তুগালের জাল কাঁপন তারকা স্পেনের আলভারো মোরাতা। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

4 / 5
গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

5 / 5
উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছে যাওয়া চারটি দল হল - ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছে যাওয়া চারটি দল হল - ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন। (Pic Courtesy-UEFA Nations League Twitter)

Next Photo Gallery