Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best AC: স্প্লিট নাকি উইন্ডো-কোন এসিতে কম বিল ওঠে? আপনার ঘর বুঝে AC কিনুন

Suitable AC for Home: এই গরমে স্বস্তি পেতে অনেকেই এসি কেনেন। তবে শুধু এসি কিনব বললেই তো হয় না। উইন্ডো এসি নাকি স্প্লিট এসি, আপনার বাড়ির জন্য কোনটা ভাল, কোন এসিতে বিদ্যুতের বিল কম আসে, তাও জানা দরকার।

| Updated on: Mar 10, 2025 | 10:42 AM
ক্যালেন্ডার বলছে মার্চ মাস মাস চলছে। গ্রীষ্ম আসতে এখনও কিছুটা দেরি। কিন্তু সকালে বা দুপুরে বাইরে বেরলেই যে প্যাচপ্যাচে গরম সহ্য করতে হচ্ছে, তাতে চৈত্রের দাবদাহই মনে হচ্ছে।

ক্যালেন্ডার বলছে মার্চ মাস মাস চলছে। গ্রীষ্ম আসতে এখনও কিছুটা দেরি। কিন্তু সকালে বা দুপুরে বাইরে বেরলেই যে প্যাচপ্যাচে গরম সহ্য করতে হচ্ছে, তাতে চৈত্রের দাবদাহই মনে হচ্ছে।

1 / 9
এই গরমে স্বস্তি পেতে অনেকেই এসি কেনেন। তবে শুধু এসি কিনব বললেই তো হয় না। উইন্ডো এসি নাকি স্প্লিট এসি, আপনার বাড়ির জন্য কোনটা ভাল, কোন এসিতে বিদ্যুতের বিল কম আসে, তাও জানা দরকার।

এই গরমে স্বস্তি পেতে অনেকেই এসি কেনেন। তবে শুধু এসি কিনব বললেই তো হয় না। উইন্ডো এসি নাকি স্প্লিট এসি, আপনার বাড়ির জন্য কোনটা ভাল, কোন এসিতে বিদ্যুতের বিল কম আসে, তাও জানা দরকার।

2 / 9
উইন্ডো এসির ক্ষেত্রে মূল সমস্যা হল জানালা কেটে বাইরে এসি ইউনিট বসানো। এই ধরনের এসিতে শব্দও হয়।

উইন্ডো এসির ক্ষেত্রে মূল সমস্যা হল জানালা কেটে বাইরে এসি ইউনিট বসানো। এই ধরনের এসিতে শব্দও হয়।

3 / 9
সেখানেই স্প্লিট এসি বসানোর ঝক্কি কম। এতে কোনও শব্দও হয় না।

সেখানেই স্প্লিট এসি বসানোর ঝক্কি কম। এতে কোনও শব্দও হয় না।

4 / 9
উইন্ডো এসির ক্ষেত্রে সাধারণত এক ঘণ্টায় ৯০০ থেকে ১৪০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়।

উইন্ডো এসির ক্ষেত্রে সাধারণত এক ঘণ্টায় ৯০০ থেকে ১৪০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়।

5 / 9
 স্প্লিট এসি দেখতে শোভনীয় হলেও, বিদ্যুতের খরচও বেশি হয় উইন্ডো এসির তুলনায়।

স্প্লিট এসি দেখতে শোভনীয় হলেও, বিদ্যুতের খরচও বেশি হয় উইন্ডো এসির তুলনায়।

6 / 9
স্প্লিট এসিতে প্রতি ঘণ্টায় ১২০০ থেকে ১৮০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। অর্থাৎ এতে বেশি বিদ্যুৎ পোড়ে।

স্প্লিট এসিতে প্রতি ঘণ্টায় ১২০০ থেকে ১৮০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। অর্থাৎ এতে বেশি বিদ্যুৎ পোড়ে।

7 / 9
আপনার ঘর যদি ছোট হয় এবং জায়গা কম থাকে, তবে আপনি উইন্ডো এসি লাগাতে পারেন। এতে বিদ্যুতের বিলও কম উঠবে।

আপনার ঘর যদি ছোট হয় এবং জায়গা কম থাকে, তবে আপনি উইন্ডো এসি লাগাতে পারেন। এতে বিদ্যুতের বিলও কম উঠবে।

8 / 9
আর যদি ঘর বড় হয় এবং বাজেটও একটু বেশি হয়, তবে এক বা দেড় টনের স্প্লিট এসি লাগাতে পারেন।

আর যদি ঘর বড় হয় এবং বাজেটও একটু বেশি হয়, তবে এক বা দেড় টনের স্প্লিট এসি লাগাতে পারেন।

9 / 9
Follow Us: