Lionel Messi: তেইশকে বিদায় জানিয়ে চব্বিশ বরণের পালা, নয়া বছরে যে সকল ট্রফি জিততে পারেন মেসি
তেইশ সালটা শেষ হতে বাকি আর ৪টে দিন। ২০২৩-কে বিদায় দিয়ে এ বার চব্বিশে পা দেওয়ার পালা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) ২০২৩ সালটা ভালোই কেটেছে। চলতি বছরে পিএসজি (PSG) ছেড়ে নতুন ক্লাব ইন্টার মায়ামিতে চলে গিয়েছেন মেসি। মায়ামি পাড়ি দিয়েই ডেভিড বেকহ্যামের ক্লাবকে প্রথম শিরোপা জিতিয়েছেন মেসি। এ বার দেখার ২০২৪ সালে মেসির ঝুলিতে আসে কোন কোন ট্রফি।
Most Read Stories