Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket: আমাকে মোটা বলো না…! ১০০ কেজির বেশি ওজন, তাও কাঁপাচ্ছেন বাইশ গজ

যে কোনও ক্রীড়াবিদ ফিটনেস নিয়ে কোনও আপস করেন না। আর ক্রিকেটে তো চূড়ান্ত ফিটনেসের কথা মাথায় রাখা হয়। দেশ-বিদেশের একাধিক ক্রিকেটার রীতিমতো ফিট। ৩৫ বছর বয়সেও বিরাট কোহলি যে ফিটনেস ধরে রেখেছেন, তা দেখলে একাধিক তরুণ ক্রিকেটারও লজ্জা পাবেন। তবে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁদের দেখলে ফিটনেসের কথা হয়তো মাথাতেই আসবে না। বিশ্বজুড়ে একাধিক মোটা এবং ভারী চেহারার ক্রিকেটার রয়েছেন। এক ঝলকে দেখে নিন তেমন কয়েকজন ক্রিকেটারকে।

| Updated on: Jan 20, 2024 | 7:30 AM
ক্রিকেটাররা ফিট থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সারা বিশ্বে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁদের দেখলে ফিটনেসের কথা আর মাথাতেই আসবে না। সারা বিশ্ব একাধিক মোটা ও ভারী চেহারার ক্রিকেটার রয়েছেন। তেমন কয়েকজন ক্রিকেটারকে এক ঝলকে দেখে নিন।

ক্রিকেটাররা ফিট থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সারা বিশ্বে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁদের দেখলে ফিটনেসের কথা আর মাথাতেই আসবে না। সারা বিশ্ব একাধিক মোটা ও ভারী চেহারার ক্রিকেটার রয়েছেন। তেমন কয়েকজন ক্রিকেটারকে এক ঝলকে দেখে নিন।

1 / 8
রাহকিম কর্নওয়াল - ওয়েস্ট ইন্ডিজের ৩০ বছর বয়সী এই ক্রিকেটার তাঁর বিশাল শরীরের কারণে বিরাট চর্চিত। রাহকিম কর্নওয়ালের (Rahkeem Cornwall) ওজন ১৪৫ কেজি। তাঁর উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। ডান হাতি অফ স্পিনারকে ক্রিকেট বিশ্বে 'মাউন্টেন ম্যান' বলেও ডাকা হয়। দেশের হয়ে ১০টি টেস্টে খেলেছেন তিনি।

রাহকিম কর্নওয়াল - ওয়েস্ট ইন্ডিজের ৩০ বছর বয়সী এই ক্রিকেটার তাঁর বিশাল শরীরের কারণে বিরাট চর্চিত। রাহকিম কর্নওয়ালের (Rahkeem Cornwall) ওজন ১৪৫ কেজি। তাঁর উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। ডান হাতি অফ স্পিনারকে ক্রিকেট বিশ্বে 'মাউন্টেন ম্যান' বলেও ডাকা হয়। দেশের হয়ে ১০টি টেস্টে খেলেছেন তিনি।

2 / 8
আজম খান - পাকিস্তানের ২৫ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার আজম খানকে (Azam Khan) নিয়ে ক্রিকেট বিশ্বে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন পাক ক্রিকেটার মইন খানের ছেলে তিনি। তাঁর ওজন ১১০ কেজি।

আজম খান - পাকিস্তানের ২৫ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার আজম খানকে (Azam Khan) নিয়ে ক্রিকেট বিশ্বে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন পাক ক্রিকেটার মইন খানের ছেলে তিনি। তাঁর ওজন ১১০ কেজি।

3 / 8
অর্জুন রনতুঙ্গা - শ্রীলঙ্কাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো অধিনায়ক অর্জুন রনতুঙ্গাও (Arjuna Ranatunga) ভারী চেহারার ছিলেন। তিনি যখন লঙ্কান দলে খেলতেন, সেই সময় তাঁর ওজন প্রায় ১১৫ কেজি ছিল। দেশের হয়ে অর্জুন রনতুঙ্গা ৯৩টি টেস্ট এবং ২৬৯টি ওডিআই ম্যাচ খেলেছিলেন।

অর্জুন রনতুঙ্গা - শ্রীলঙ্কাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো অধিনায়ক অর্জুন রনতুঙ্গাও (Arjuna Ranatunga) ভারী চেহারার ছিলেন। তিনি যখন লঙ্কান দলে খেলতেন, সেই সময় তাঁর ওজন প্রায় ১১৫ কেজি ছিল। দেশের হয়ে অর্জুন রনতুঙ্গা ৯৩টি টেস্ট এবং ২৬৯টি ওডিআই ম্যাচ খেলেছিলেন।

4 / 8
ইনজামাম উল হক - পাকিস্তানের প্রাক্তন অধিনায়র ইনজামাম উল হক (Inzamam-ul-Haq) যে সময় খেলতেন সেই সময় তাঁর ওজন ছিল প্রায় ১০০ কেজি। তিনি দেশের জার্সিতে ১২০টি টেস্টে, ৩৭৮টি ওডিআইতে এবং ১টি টি-২০তে খেলেছিলেন।

ইনজামাম উল হক - পাকিস্তানের প্রাক্তন অধিনায়র ইনজামাম উল হক (Inzamam-ul-Haq) যে সময় খেলতেন সেই সময় তাঁর ওজন ছিল প্রায় ১০০ কেজি। তিনি দেশের জার্সিতে ১২০টি টেস্টে, ৩৭৮টি ওডিআইতে এবং ১টি টি-২০তে খেলেছিলেন।

5 / 8
কলিন মিলবার্ন - ইংল্যান্ডের ব্যাটার কলিন মিলবার্ন (Colin Milburn) দেশের জার্সিতে ৯টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তিনি যখন ক্রিকেট খেলতেন, সেই সময় তাঁর ওজন ১১০ কেজির পাশাপাশি ছিল।

কলিন মিলবার্ন - ইংল্যান্ডের ব্যাটার কলিন মিলবার্ন (Colin Milburn) দেশের জার্সিতে ৯টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তিনি যখন ক্রিকেট খেলতেন, সেই সময় তাঁর ওজন ১১০ কেজির পাশাপাশি ছিল।

6 / 8
মার্ক জেমস কসগ্রোভ - অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যাটার মার্ক জেমস কসগ্রোভ (Mark James Cosgrove) দেশের জার্সিতে ৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন। তাঁর ওজন প্রায় ১১০ কেজি। ওডিআইতে তাঁর সর্বাধিক রান ৭৪।

মার্ক জেমস কসগ্রোভ - অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যাটার মার্ক জেমস কসগ্রোভ (Mark James Cosgrove) দেশের জার্সিতে ৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন। তাঁর ওজন প্রায় ১১০ কেজি। ওডিআইতে তাঁর সর্বাধিক রান ৭৪।

7 / 8
ডোয়াইন লেভারক - বারমুডার হয়ে খেলতেন ডোয়াইন লেভারক (Dwayne Leverock)। ২০০৭ সালের বিশ্বকাপে বারমুডাকে যোগ্যতা অর্জনে সাহায্য করেছিলেন ডোয়াইন লেভারক। তাঁর ওজন প্রায় ১২৭ কেজি। দেশের হয়ে তিনি ২টি টি-২০ এবং ৩২টি ওডিআই ম্যাচ খেলেছিলেন।

ডোয়াইন লেভারক - বারমুডার হয়ে খেলতেন ডোয়াইন লেভারক (Dwayne Leverock)। ২০০৭ সালের বিশ্বকাপে বারমুডাকে যোগ্যতা অর্জনে সাহায্য করেছিলেন ডোয়াইন লেভারক। তাঁর ওজন প্রায় ১২৭ কেজি। দেশের হয়ে তিনি ২টি টি-২০ এবং ৩২টি ওডিআই ম্যাচ খেলেছিলেন।

8 / 8
Follow Us:
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত