IPL 2024 Auction: KKR থেকে MI, নিলামে যে ভুল করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
IPL 2024: চড়া দামে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ বার হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন এইডেন মার্কব়্যাম। তবে কামিন্সের মতো অভিজ্ঞ অধিনায়ক থাকা সত্ত্বেও মার্কব়্যাম কতটা নিজের কাজে সফল হবেন তাই এখন দেখার।
1 / 9
নতুন বছরের শুরুতেই আইপিএল। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নিলাম প্রক্রিয়াও শেষ। দুবাইয়ের নিলাম ঘরে পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজি। তারকা বাছাই করতে গিয়ে কী ভুল করল ফ্র্যাঞ্চাইজিগুলি? চোখ বুলিয়ে নিন একবার...(ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 9
নিলামে ড্যারল মিচেল, রাচিন রবীন্দ্র ও সমীর রিজভিদের কিনেছে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। তাঁদের দরকার ছিল অভিজ্ঞ একজন ব্যাটারের। তাঁর জায়গায় সমীর রিজভিকে নিয়েছে তারা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 9
মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ছিল একজন বিদেশি ভালো ফিঙ্গার স্পিনারের দরকার ছিল। তবে তাঁরা হৃত্বিক শোকিনের মতো স্পিন বোলিং অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে তারা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 9
দলে ভালো পেস অ্যাটাক না থাকার জন্য প্রায়ই বিতর্কের মুখে পড়তে হয় আরসিবিকে। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে তারা। তবে তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের পরিবর্ত পাওয়া কঠিন দলে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 9
গুজরাট টাইটান্সে মাত্র দু'জন উইকেটকিপার রয়েছেন। নিলামে আরও একজন ভারতীয় কিপারকে নিলে হয়তো ভালো করত তারা। তবে সেটা করেনি গুজরাট। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 9
লখনউ সুপার জায়ান্টসে অভিজ্ঞ ভারতীয় পেসারের অভাব রয়েছে। এই অভাব তাদের আইপিএলে ভোগাতে পারে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 9
একই বিভাগে অনেক বিদেশি তারকাদের রেখেছে প্রীতি জিন্টার পঞ্জাব। সঠিক সময়ে কাকে কাজে লাগাতে হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বেগ পেতে হতে পারে শিখর ধওয়ানকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 9
কলকাতা নাইট রাউডার্সে অনেক নতুন মুখ রয়েছে। যাঁদের গড়েপিঠে নিতে হবে। এই দায়িত্ব হয়তো কিছুটা মিচেল স্টার্ককেই নিতে হবে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
9 / 9
চড়া দামে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ বার হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন এইডেন মার্কব়্যাম। তবে কামিন্সের মতো অভিজ্ঞ অধিনায়ক থাকা সত্ত্বেও মার্কব়্যাম কতটা নিজের কাজে সফল হবেন তাই এখন দেখার। (ছবি:সোশ্যাল মিডিয়া)