Cricketers Gossip: প্রেম এবং পরকীয়া, ক্রিকেটের এই অদ্ভুত গল্পগুলো শুনেছেন?

Dec 28, 2023 | 8:30 AM

Crickter's Marriage: এই তালিকায় রয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তাঁর স্ত্রী নাদিয়া আসলে আফ্রিদির মামাতুতো বোন। দুই বাড়ির মতে বিয়ে হয় তাঁদের। আফ্রিদির বাবাই প্রথম নাদিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান।

1 / 8
ভারতীয়দের মধ্যে ক্রিকেট নিয়ে বাড়তি উন্মাদনা চোখে পড়ে প্রায় সারাবছর। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন তাঁদের আগ্রহের অন্যতম বিষয়। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ভারতীয়দের মধ্যে ক্রিকেট নিয়ে বাড়তি উন্মাদনা চোখে পড়ে প্রায় সারাবছর। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন তাঁদের আগ্রহের অন্যতম বিষয়। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
প্রিয় তারকাদের প্রেম, বিয়ে এসব নিয়ে কম চর্চা হয় না। জানেন কি এমন অনেক ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাঁরা নিজের তুতো বোন বা বন্ধুর বউকে বিয়ে করেছেন। কারা রয়েছেন এই তালিকায়?  (ছবি:সোশ্যাল মিডিয়া)

প্রিয় তারকাদের প্রেম, বিয়ে এসব নিয়ে কম চর্চা হয় না। জানেন কি এমন অনেক ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাঁরা নিজের তুতো বোন বা বন্ধুর বউকে বিয়ে করেছেন। কারা রয়েছেন এই তালিকায়? (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
এই তালিকায় প্রথমেই রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৪ সালের ২২ শে এপ্রিল আরতি আহলায়াটকে বিয়ে করেছিলেন তিনি। তাঁর আগে কিছুবছর চুটিয়ে প্রেম করেছেন।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

এই তালিকায় প্রথমেই রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৪ সালের ২২ শে এপ্রিল আরতি আহলায়াটকে বিয়ে করেছিলেন তিনি। তাঁর আগে কিছুবছর চুটিয়ে প্রেম করেছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 8
আরতি আসলে সেওয়াগের আত্মীয়। দুই পরিবারের মধ্যে আগেই সম্পর্ক ছিল। সেখান থেকেই প্রেম হয় দু'জনের। তারপর দুইন পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন তাঁরা।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

আরতি আসলে সেওয়াগের আত্মীয়। দুই পরিবারের মধ্যে আগেই সম্পর্ক ছিল। সেখান থেকেই প্রেম হয় দু'জনের। তারপর দুইন পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
প্রাক্তন পাক তারকা সৈয়দ আনওয়ারের জীবনেও ঘটে এমনই ঘটনা। ১৯৯৬ সালে লুবনাকে বিয়ে করেন তিনি। লুবনা দূর সম্পর্কের তুতো বোন তাঁর। পেশায় চিকিৎসক।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

প্রাক্তন পাক তারকা সৈয়দ আনওয়ারের জীবনেও ঘটে এমনই ঘটনা। ১৯৯৬ সালে লুবনাকে বিয়ে করেন তিনি। লুবনা দূর সম্পর্কের তুতো বোন তাঁর। পেশায় চিকিৎসক। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
মুরলী বিজয় ও নিকিতার সম্পর্কের কথা জানেন না এমন লোক কমই রয়েছেন। বর্তমানে বিয়ে করে সুখী রয়েছেন তাঁরা।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

মুরলী বিজয় ও নিকিতার সম্পর্কের কথা জানেন না এমন লোক কমই রয়েছেন। বর্তমানে বিয়ে করে সুখী রয়েছেন তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
আসলে এটা নিকিতা বাঞ্জারার দ্বিতীয় বিয়ে। প্রথমে ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিককে বিয়ে করেছিলেন তিনি। সেখান থেকে তাঁরই সতীর্থ ও বন্ধু মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান স্ত্রী নিকিতা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

আসলে এটা নিকিতা বাঞ্জারার দ্বিতীয় বিয়ে। প্রথমে ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিককে বিয়ে করেছিলেন তিনি। সেখান থেকে তাঁরই সতীর্থ ও বন্ধু মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান স্ত্রী নিকিতা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8
এই তালিকায় রয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তাঁর স্ত্রী নাদিয়া আসলে আফ্রিদির মামাতুতো বোন। দুই বাড়ির মতে বিয়ে হয় তাঁদের। আফ্রিদির বাবাই প্রথম নাদিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এই তালিকায় রয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তাঁর স্ত্রী নাদিয়া আসলে আফ্রিদির মামাতুতো বোন। দুই বাড়ির মতে বিয়ে হয় তাঁদের। আফ্রিদির বাবাই প্রথম নাদিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। (ছবি:সোশ্যাল মিডিয়া)

Next Photo Gallery
IPL 2024: নিলামে চমক থেকে নেতা বদল, আইপিএলের অন্দরে ঘটে যাওয়া এই ঘটনাগুলো জানেন?
সোশ্যাল মিডিয়ায় কলকাতা ‘ডার্বি’তে কে এগিয়ে?