টেস্ট থেকে ওডিআই, সবেতেই বিরাট রাজ, রইল কিং কোহলির রেকর্ডের তালিকা

Virat Kohli: তেইশের বিশ্বকাপেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওডিআইতে ৫০ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গিয়েছেন তিনি। এই আবহে জেনে নিন তিন ফর্ম্যাট মিলিয়ে কত সেঞ্চুরির মালিক কিং কোহলি।

| Edited By: | Updated on: Dec 30, 2023 | 8:15 AM
ভারতীয় ক্রিকেটের বর্তমান স্তম্ভ বলা চলে বিরাট কোহলিকে। জাতীয় দলের জার্সিতে একের পর এক সোনা ফলিয়েছেন বিরাট। (ছবি: সোশ্যাল মিডিয়া)

ভারতীয় ক্রিকেটের বর্তমান স্তম্ভ বলা চলে বিরাট কোহলিকে। জাতীয় দলের জার্সিতে একের পর এক সোনা ফলিয়েছেন বিরাট। (ছবি: সোশ্যাল মিডিয়া)

1 / 8
উপহার দিয়েছেন দুরন্ত সব ইনিংস। দলের দায়িত্ব থেকে শুরু করে নিজেকে মেলে ধরা সবেতেই একশোয় একশো বিরাট। (ছবি: সোশ্যাল মিডিয়া)

উপহার দিয়েছেন দুরন্ত সব ইনিংস। দলের দায়িত্ব থেকে শুরু করে নিজেকে মেলে ধরা সবেতেই একশোয় একশো বিরাট। (ছবি: সোশ্যাল মিডিয়া)

2 / 8
ক্রিকেট তাঁকে আগেই কিং তকমা দিয়েছে। রাজার রাজকীয় চালে এগিয়ে চলছে ভারত। জাতীয় দলের অন্যতম ভরসা তিনি।(ছবি: সোশ্যাল মিডিয়া)

ক্রিকেট তাঁকে আগেই কিং তকমা দিয়েছে। রাজার রাজকীয় চালে এগিয়ে চলছে ভারত। জাতীয় দলের অন্যতম ভরসা তিনি।(ছবি: সোশ্যাল মিডিয়া)

3 / 8
সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। তেইশের ওডিআই বিশ্বকাপে এক কথায় জ্বলে ওঠেন। একের পর এক দুরন্ত ইনিংস খেলে চমকে দেন সকলকে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। তেইশের ওডিআই বিশ্বকাপে এক কথায় জ্বলে ওঠেন। একের পর এক দুরন্ত ইনিংস খেলে চমকে দেন সকলকে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

4 / 8
তেইশের বিশ্বকাপেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওডিআইতে ৫০ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গিয়েছেন তিনি। 
টি-২০ ফর্ম্যাটে ১১৫ ম্যাচ খেলে একটি মাত্র শতরান করেছেন বিরাট। ছয় মেরেছেন ১১৭। আর চার মেরেছেন ৩৫৬ টি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

তেইশের বিশ্বকাপেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওডিআইতে ৫০ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গিয়েছেন তিনি। টি-২০ ফর্ম্যাটে ১১৫ ম্যাচ খেলে একটি মাত্র শতরান করেছেন বিরাট। ছয় মেরেছেন ১১৭। আর চার মেরেছেন ৩৫৬ টি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

5 / 8
এই আবহে জেনে নিন তিন ফর্ম্যাট মিলিয়ে কত সেঞ্চুরির মালিক কিং কোহলি। প্রথমেই আসা যাক টেস্ট সেঞ্চুরিতে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

এই আবহে জেনে নিন তিন ফর্ম্যাট মিলিয়ে কত সেঞ্চুরির মালিক কিং কোহলি। প্রথমেই আসা যাক টেস্ট সেঞ্চুরিতে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

6 / 8
এখনও পর্যন্ত টেস্টে ১১২ ম্যাচ খেলে ২৯ টি শতরান করেছেন বিরাট। চার মেরেছেন ৯৮৩ টি। ছক্কা হাঁকিয়েছেন ২৫ টি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

এখনও পর্যন্ত টেস্টে ১১২ ম্যাচ খেলে ২৯ টি শতরান করেছেন বিরাট। চার মেরেছেন ৯৮৩ টি। ছক্কা হাঁকিয়েছেন ২৫ টি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

7 / 8
ওয়ান ডেতে মোট ৫০ টি সেঞ্চুরি করেছেন বিরাট। ২৯২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি। ছক্কা হাঁকিয়েছেন ১৫১ টি ও বাউন্ডারি ১২৯৪ টি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

ওয়ান ডেতে মোট ৫০ টি সেঞ্চুরি করেছেন বিরাট। ২৯২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি। ছক্কা হাঁকিয়েছেন ১৫১ টি ও বাউন্ডারি ১২৯৪ টি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...