মায়ামিতে লিওনেল মেসির পথচলা শুরু হয়ে গিয়েছে। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে মায়ামিতে যোগ দিয়েছেন তাঁর অন্যতম প্রিয় বন্ধু সের্জিও বুস্কেতস। (ছবি-টুইটার)
২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগস কাপে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির অভিষেক হয়েছিল। ওই ম্যাচ মেসির মতো সের্জিও বুস্কেতসের কাছেও ছিল মায়ামির হয়ে খেলা প্রথম ম্যাচ। (ছবি-টুইটার)
ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামি লিওনেল মেসি এবং সের্জিও বুস্কেতসের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে। (ছবি-ডেভিড বেকহ্যাম ইন্সটাগ্রাম)
মায়ামিতে মায়াবী রাতে এ বার নৈশভোজ করতে দেখা গেল ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম এবং এই ক্লাবে সদ্য যোগ দেওয়া দুই তারকা লিওনেল মেসি এবং সের্জিও বুস্কেতসকে। (ছবি-টুইটার)
মেসির সঙ্গে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে দেখা গিয়েছিল। মেসির সতীর্থ সের্জিও বুস্কেতসকে তাঁর স্ত্রী এলিনা গারেলার সঙ্গে ডিনারে যোগ দিতে দেখা গিয়েছিল। (ছবি-টুইটার)
বেকহ্যাম-মেসি ও বুস্কেতসের সঙ্গে ডিনার উপভোগ করতে দেখা যায় ইন্টার মায়ামির অপর কর্ণধার জর্জ মাসকেও। (ছবি-ডেভিড বেকহ্যাম ইন্সটাগ্রাম)
ডেভিড বেকহ্যাম, লিওনেল মেসিরা তাঁদের স্ত্রীদের সঙ্গে নৈশভোজ উপভোগ করার ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। (ছবি-ডেভিড বেকহ্যাম ইন্সটাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মায়ামিতে এক জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাক স্টোর থেকে পরিবারকে নিয়ে বেরোচ্ছেন লিওনেস মেসি। সেই স্টোরের বাইরে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন প্রচুর সমর্থক। মেসি, তাঁর স্ত্রী-সন্তানরা ওই স্টোর থেকে বেরোতেই সেখানে উপস্থিত দর্শকরা মেসি... মেসি... স্লোগান দেওয়া শুরু করেন। কোনও ভক্ত আবার মেসির সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করতে থাকেন। ধীরে ধীরে নিরাপত্তারক্ষীদের সাহায্যে গাড়িতে প্রবেশ করেন মেসি। (ছবি-টুইটার)