প্রথম বার খো খো টিম গড়েছিল ইস্টবেঙ্গল। সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপে প্রথম বার অংশগ্রহণ।
আর যাত্রা শুরু হল জোড়া ট্রফিতে। পুরুষ ও মহিলা ইস্টবেঙ্গলের দুই টিমই চ্যাম্পিয়ন।
স্বাভাবিক ভাবেই লাল-হলুদ শিবিরে উচ্ছ্বাসের হাওয়া। ক্লাবে আরও দুটি ট্রফি তাও আবার অন্য খেলা থেকে।
শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় ৬৬ তম সিনিয়র রাজ্য খো খো চ্যাম্পিয়নশিপ। ফাইনালে ইস্টবেঙ্গলের মহিলা দল নেমেছিল হুগলির বিরুদ্ধে।
মেয়েদের ফাইনালে হুগলির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ। অবশেষে ১ পয়েন্টের ব্যবধানে জয় এবং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা খো খো দল।
একই ভেনুতে পুরুষদের টুর্নামেন্টও। ফাইনালে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে নামে তারা। চ্যাম্পিয়নও হয়েছে ইস্টবেঙ্গল পুরুষ খো খো দল।
প্রথম বার দল গড়েই রাজ্যস্তরে জোড়া ট্রফি জেতা সহজ নয়। ইস্টবেঙ্গল সেটাই করে দেখালো।
ফুটবলেও ক্রমশ খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টায় ইস্টবেঙ্গল। গত মরসুমে সুপার কাপ জিতেছিল। এ মরসুমে এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটেও ইস্টবেঙ্গল। সব ছবি: ইস্টবেঙ্গলের সৌজন্যে