CSK, IPL 2024: অপেক্ষার ৭দিন… ধোনির সাম্রাজ্যে পা জাডেজা-মইনের
MS Dhoni: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণ আর ৭ দিন পর শুরু হবে। এখন থেকেই আইপিএল প্রেমীদের মনে বিউগল বাজা শুরু হয়ে গিয়েছে। পাড়ার মোড়ের চায়ের মজলিসে চলছে ধোনি, রিঙ্কুদের নিয়ে আলোচনা। ২২ মার্চ এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ। তার আগে এক এক করে ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন। ধোনির সাম্রাজ্যে এ বার পা রাখলেন জাডেজা-মইনরা।
1 / 8
মহেন্দ্র সিং ধোনির এখন ভরা সংসার। কী অবাক হচ্ছেন এ কথা শুনে? আসলে বর্তমানে ধোনি রয়েছেন আইপিএলের জন্য সিএসকে টিমের সঙ্গে। (ছবি-চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়া সাইট X)
2 / 8
এখন থেকেই সিএসকের অনুশীলনে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য ভিড় উপচে পড়ছে। মাঠে ধোনির চার-ছক্কা মারার ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ঘুরছে। (ছবি-চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়া সাইট X)
3 / 8
এক এক করে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা সিএসকে শিবিরে যোগ দিচ্ছেন। ইয়েলোব্রিগেডের সোশ্যাল মিডিয়া সাইটে রবীন্দ্র জাডেজার এই ছবি শেয়ার করা হয়েছে। (ছবি-চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়া সাইট X)
4 / 8
ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার পাশাপাশি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মইন আলিও সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। তাঁর ছবিও শেয়ার করা হয়েছে সিএসকের সোশ্যাল মিডিয়ায়। (ছবি-চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়া সাইট X)
5 / 8
ক্যারিবিয়ান সুপারস্টার ডোয়েন ব্র্যাভো অতীতে সিএসকের হয়ে আইপিএলে খেলেছেন। এখনও তিনি মাহির দলের সঙ্গেই যুক্ত। বর্তমানে তিনি সিএসকের বোলিং কোচ। তিনিও পৌঁছে গিয়েছেন চেন্নাই শিবিরে। (ছবি-চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়া সাইট X)
6 / 8
ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে দীপক চাহার ও অন্যান্য সিএসকের ক্রিকেটাররা পুরোদমে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। (ছবি-চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়া সাইট X)
7 / 8
সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং কয়েকদিন আগেই পৌঁছে গিয়েছেন চেন্নাইয়ের প্রস্তুতি শিবিরে। তিনি প্রয়োজন মতো দলের সকল ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। (ছবি-চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়া সাইট X)
8 / 8
আইপিএল ২০২৪ এর নিলামে চেন্নাই সুপার কিংস মধ্যপ্রদেশের বাঁ হাতি পেসার কুলবন্ত খেজরোলিয়াকে কিনেছিল। ধোনির সঙ্গে তাঁর জন্মদিন সেলিব্রেট করার ছবি নেটদুনিয়ায় ঘুরছে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)