AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SA20: খেতাবের হ্যাটট্রিক মিস সানরাইজার্সের, রশিদদের উল্লাসে মন ভাঙল কাব্যা মারানের

MI Cape Town vs Sunrisers Eastern Cape: দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে জয়ের হ্যাটট্রিক হল না সানরাইজার্স ইস্টার্ন কেপের। মন ভাঙল সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মালিক কাব্যা মারানের। এই প্রথম বার এসএ২০ লিগের চ্যাম্পিয়ন হল এমআই কেপ টাউন।

| Updated on: Feb 09, 2025 | 12:38 PM
Share
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টি-২০ লিগ এস২০-র ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারিয়েছে এমআই কেপ টাউন। ৭৬ রানের বড় ব্যবধানে জয় এমআই ফ্র্যাঞ্চাইজির।

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টি-২০ লিগ এস২০-র ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারিয়েছে এমআই কেপ টাউন। ৭৬ রানের বড় ব্যবধানে জয় এমআই ফ্র্যাঞ্চাইজির।

1 / 8
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এসএ২০ লিগের ফাইনালে এমআই ক্যাপ্টেন রশিদ খান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্ত যে ঠিক ছিল, তার প্রমাণ পাওয়া যায়।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এসএ২০ লিগের ফাইনালে এমআই ক্যাপ্টেন রশিদ খান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্ত যে ঠিক ছিল, তার প্রমাণ পাওয়া যায়।

2 / 8
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে এমআই কেপ টাউন। ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১০৫ রান তুলে গুটিয়ে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপ।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে এমআই কেপ টাউন। ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১০৫ রান তুলে গুটিয়ে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপ।

3 / 8
এমআই হল সেই ফ্র্যাঞ্চাইজি যারা ৬টি আলাদা আলাদা লিগে ট্রফি জিতেছে। অতীতে মুম্বইয়ের এই ফ্র্যাঞ্চাইজি CLT20, IPL, WPL, MLC, ILT20 এই ৫ টুর্নামেন্টে খেতাব জিতেছে। এ বার এসএ২০ লিগ ট্রফিও চলে এল MI এর ট্রফি ক্যাবিনেটে।

এমআই হল সেই ফ্র্যাঞ্চাইজি যারা ৬টি আলাদা আলাদা লিগে ট্রফি জিতেছে। অতীতে মুম্বইয়ের এই ফ্র্যাঞ্চাইজি CLT20, IPL, WPL, MLC, ILT20 এই ৫ টুর্নামেন্টে খেতাব জিতেছে। এ বার এসএ২০ লিগ ট্রফিও চলে এল MI এর ট্রফি ক্যাবিনেটে।

4 / 8
এসএ২০ লিগে এর আগে ২০২৩ ও ২০২৪ এর সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। এ বারও এইডেন মার্করামের দলের সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সানরাইজার্সকে।

এসএ২০ লিগে এর আগে ২০২৩ ও ২০২৪ এর সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। এ বারও এইডেন মার্করামের দলের সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সানরাইজার্সকে।

5 / 8
দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এসএ২০ লিগের ফাইনাল দেখার জন্য উপস্থিত ছিলেন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মালিক কাব্যা মারান। তাঁর টিম যেখানেই খেলে, তিনি তাতাতে পৌঁছে যান।

দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এসএ২০ লিগের ফাইনাল দেখার জন্য উপস্থিত ছিলেন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মালিক কাব্যা মারান। তাঁর টিম যেখানেই খেলে, তিনি তাতাতে পৌঁছে যান।

6 / 8
সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সময়টা ভালো কাটছে না। ২০২৪ সালের মে মাসে আইপিএলে রানার্স হয়েছিল অরেঞ্জ আর্মি। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন হায়দরাবাদ। এ বার এস২০ লিগেও অল্পের জন্য খেতাব অধরাই রইল।

সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সময়টা ভালো কাটছে না। ২০২৪ সালের মে মাসে আইপিএলে রানার্স হয়েছিল অরেঞ্জ আর্মি। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন হায়দরাবাদ। এ বার এস২০ লিগেও অল্পের জন্য খেতাব অধরাই রইল।

7 / 8
 সানরাইজার্স ইস্টার্ন কেপ এসএ২০ লিগের চ্যাম্পিয়ন না হতে পারলেও এই টিমের তারকা বোলার মার্কো জ্যানসেন পেয়েছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কার।

সানরাইজার্স ইস্টার্ন কেপ এসএ২০ লিগের চ্যাম্পিয়ন না হতে পারলেও এই টিমের তারকা বোলার মার্কো জ্যানসেন পেয়েছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কার।

8 / 8