Team India: এমন বন্ধু আর কে আছে… যে সব ক্রিকেটাররা সবসময় পাশে পেয়েছেন বউদের
টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা ২২ গজে দাপট দেখিয়ে খবরের শিরোনামে থাকেন। শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নয়, একাধিক সময় অন্যান্য কারণেও ভারতীয় ক্রিকেটাররা লাইমলাইটে এসেছেন। এক ঝলকে দেখে নিন তেমন ৫টি ঘটনা, যে সময় ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা তাঁদের স্বামীদের পাশে দাঁড়িয়েছেন।
1 / 8
বিরুষ্কার ছেলের নাম 'অকায়
2 / 8
এমন একাধিক সময় গিয়েছে যে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে বিরাট আলোচনা হয়েছে। তাঁরা ট্রোলড হয়েছেন। একাধিক ভারতীয় ক্রিকেটাররা তাঁদের কঠিন সময়ে স্ত্রীদের পাশে পেয়েছেন।
3 / 8
এক ঝলকে দেখে নিন তেমন ৫ ভারতীয় ক্রিকেটারদের, যাঁরা কঠিন সময়ে তাঁদের স্ত্রীদের পাশে পেয়েছেন। স্বামীর হয়ে সওয়াল করেছেন এই তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা থেকে ঋতিকা সজদেরা।
4 / 8
5 / 8
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এ বিষয়ে রোহিত শর্মা এখনও কিছু বলেননি। কিন্তু তাঁর স্ত্রী ঋতিকা সজদে চুপ থাকেননি। রোহিতকে কেন মুম্বইয়ের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা একটি পডকাস্টে ব্যাখ্যা করেছেন মুম্বইয়ের কোচ মার্ক বাউচার। তার কমেন্টে ঋতিকা লিখেছেন, 'এতে অনেক কিছুই ভুল আছে।'
6 / 8
অনুদান দেওয়া নিয়ে বিতর্কে সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন মাহি পত্নী সাক্ষী সিং। করোনাকালে লকডাউনের সময় জানা গিয়েছিল, ধোনি মাত্র এক লক্ষ টাকা দান করেছিলেন। এর জন্য ধোনিকে ট্রোল করা শুরু হয়েছিল। ওই পরিস্থিতিতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী সাক্ষী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখে জানান, যে এই সব ভুল তথ্য। এরপর ধোনিকে নিয়ে ট্রোলিং বন্ধ হয়ে যায়।
7 / 8
বিসিসিআই প্রেসিডেন্ট, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনির আন্তর্জাতিক কেরিয়ার বেশিদিন স্থায়ী হয়নি। তাঁর স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গার একজন ক্রীড়া সঞ্চালক এবং আন্তর্জাতিক ম্যাচের সময় তাঁকে দেখা যায়। অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন বিনি। মায়ান্তি অবশ্য ট্রোলারদের ছেড়ে কথা বলেন না। কয়েকদিন আগে, একজন সোশ্যাল মিডিয়া সাইট X-এ লিখেছিলেন যে, বিনি তাঁর ব্যাগ বয়ে দেওয়ার জন্য মায়ন্তিকে সাহায্য করবেন। তার উত্তরে মায়ান্তি লিখেছিলেন, 'আমি আমার জিনিসপত্র নিজেই নিতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ।'
8 / 8
বিরাট কোহলির জন্য দেশের প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধেও কথা বলেছেন অনুষ্কা শর্মা। কোহলি বরাবর অনুষ্কার পাশে দাঁড়িয়েছেন। ঠিক উল্টোটা করেছেন অনুষ্কাও। অতীতে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁর স্ত্রী দল নির্বাচনকে প্রভাবিত করেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার ২০১৯ বিশ্বকাপের সময় এ কথা বলেছিলেন। সেই সময় বিরাটের পক্ষে সওয়াল করেছিলেন অনুষ্কা।