ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের দেশের মেয়ে বিট্রিজ হাদ্দাদ মাইয়া (Beatriz Haddad Maia)। তিনি এ বারের ফরাসি ওপেনের (French Open) সেমিফাইনালে পৌঁছেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)
বিট্রিজ হাদ্দাদ মাইয়া ৫৫ বছর পর ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)
বিট্রিজ হাদ্দাদ মাইয়া প্রথম ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার যিনি ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)
কোয়ার্টার ফাইনালে তিউনিশিয়ার টেনিস প্লেয়ার অনস জাবেউরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুন্দরী বিট্রিজ হাদ্দাদ মাইয়া। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)
ফরাসি ওপেনের খেতাব জয়ের পথে আর এগোন হল না বিট্রিজ হাদ্দাদ মাইয়ার। কারণ, সেমিফাইনালের লড়াইয়ে তিনি পোল্যান্ডের তারকা ইগা স্বোয়াতেকের কাছে হেরে গিয়েছেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)
২২ বছরের বিট্রিজ হাদ্দাদ মাইয়া চতুর্থ কনিষ্ঠতম হিসেবে ফরাসি ওপেনে টানা ১২টি ম্যাচে জিতেছিলেন। তাঁর বিজয়রথ থামালেন পোলিশ সুপারস্টার ইগা। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)
কোর্টে যেমন দ্যুতি ছড়ান বিট্রিজ হাদ্দাদ মাইয়া, তেমনই কোর্টের বাইরেও ঠিক ততটাই উজ্জ্বল তিনি। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)
সুন্দরী বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রামে বেশ সক্রিয়। তাঁর ইন্সটা ফলোয়ার্স সংখ্যা, ২৯২ হাজার। এই ব্রাজিলিয়ান তারকা ধীরে ধীরে টেনিস দুনিয়ায় নিজের ছাপ রাখা শুরু করেছেন। (ছবি - বিট্রিজ হাদ্দাদ মাইয়া ইন্সটাগ্রাম)