Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kylian Mbappe: দাদার কীর্তি দেখেছে বিশ্ব, এ বার ভাইয়ের পালা!

Kylian-Ethan Mbappe PSG: কিলিয়ান এমবাপের কীর্তি সারা বিশ্ব দেখেছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর সেই গৌরবে বড় অবদান রেখেছিলেন সে সময় স্কোয়াডের তরুণ মুখ কিলিয়ান এমবাপে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর ভরসা রেখেছিলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেছেন কিলিয়ান। ফাইনালে উঠেছিল ফ্রান্স। যদিও ট্রফি ধরে রাখতে পারেনি। শেষ মুহূর্ত অবধি রুদ্ধশ্বাস লড়াই। কিলিয়ান এমবাপের সৌজন্যে জমজমাট ফাইনাল। টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে জয়ী আর্জেন্টিনা। দাদার কীর্তি দেখে ফুটবল বিশ্ব। এ বার কি ভাইয়ের পালা? তাতে অনেকটাই সময় লাগবে। একটা ধাপ যেন পেরোলেন। পিএসজির সিনিয়র স্কোয়াডে অভিষেক হয়ে গেল ইথান এমবাপের।

| Edited By: | Updated on: Dec 23, 2023 | 8:00 AM
কিলিয়ান এমবাপের কীর্তি সারা বিশ্ব দেখেছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর সেই গৌরবে বড় অবদান রেখেছিলেন সে সময় স্কোয়াডের তরুণ মুখ কিলিয়ান এমবাপে। ছবি: X

কিলিয়ান এমবাপের কীর্তি সারা বিশ্ব দেখেছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর সেই গৌরবে বড় অবদান রেখেছিলেন সে সময় স্কোয়াডের তরুণ মুখ কিলিয়ান এমবাপে। ছবি: X

1 / 8
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর ভরসা রেখেছিলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেছেন কিলিয়ান। ফাইনালে উঠেছিল ফ্রান্স। যদিও ট্রফি ধরে রাখতে পারেনি। ছবি: X

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর ভরসা রেখেছিলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেছেন কিলিয়ান। ফাইনালে উঠেছিল ফ্রান্স। যদিও ট্রফি ধরে রাখতে পারেনি। ছবি: X

2 / 8
কাতারের লুসেইল স্টেডিয়ামে শেষ মুহূর্ত অবধি রুদ্ধশ্বাস লড়াই। কিলিয়ান এমবাপের সৌজন্যে জমজমাট ফাইনাল। টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে জয়ী আর্জেন্টিনা। ছবি: X

কাতারের লুসেইল স্টেডিয়ামে শেষ মুহূর্ত অবধি রুদ্ধশ্বাস লড়াই। কিলিয়ান এমবাপের সৌজন্যে জমজমাট ফাইনাল। টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে জয়ী আর্জেন্টিনা। ছবি: X

3 / 8
দাদার কীর্তি দেখেছে ফুটবল বিশ্ব। এ বার কি ভাইয়ের পালা? তাতে অনেকটাই সময় লাগবে। একটা ধাপ যেন পেরোলেন। পিএসজির সিনিয়র স্কোয়াডে অভিষেক হয়ে গেল ইথান এমবাপের। ছবি: X

দাদার কীর্তি দেখেছে ফুটবল বিশ্ব। এ বার কি ভাইয়ের পালা? তাতে অনেকটাই সময় লাগবে। একটা ধাপ যেন পেরোলেন। পিএসজির সিনিয়র স্কোয়াডে অভিষেক হয়ে গেল ইথান এমবাপের। ছবি: X

4 / 8
ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে খেলেন কিলিয়ান এমবাপে। একই ক্লাবের জুনিয়র দলে ছিলেন তাঁর ভাই ইথান এমবাপে। এ বছরের শেষ ম্যাচে মেৎজের বিরুদ্ধে খেলল পিএসজি। ছবি: X

ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে খেলেন কিলিয়ান এমবাপে। একই ক্লাবের জুনিয়র দলে ছিলেন তাঁর ভাই ইথান এমবাপে। এ বছরের শেষ ম্যাচে মেৎজের বিরুদ্ধে খেলল পিএসজি। ছবি: X

5 / 8
মেৎজকে ৩-১ ব্যবধানে হারিয়ে বছর শেষ করল পিএসজি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে প্রবেশ ইথান এমবাপের। বিশ্বজয়ী দাদার সঙ্গে খেলার সুযোগ পেলেন ১৬ বছরের ইথান। ছবি: X

মেৎজকে ৩-১ ব্যবধানে হারিয়ে বছর শেষ করল পিএসজি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে প্রবেশ ইথান এমবাপের। বিশ্বজয়ী দাদার সঙ্গে খেলার সুযোগ পেলেন ১৬ বছরের ইথান। ছবি: X

6 / 8
পিএসজির ৩-১’র জয়ে জোড়া গোল করেন কিলিয়াম এমবাপে। টানা আট ম্যাচ অপরাজিত ফরাসি লিগ ওয়ানের ক্লাব। সেই সফরে নতুন সদস্য হিসেবে যোগ দেন ইথান। ছবি: X

পিএসজির ৩-১’র জয়ে জোড়া গোল করেন কিলিয়াম এমবাপে। টানা আট ম্যাচ অপরাজিত ফরাসি লিগ ওয়ানের ক্লাব। সেই সফরে নতুন সদস্য হিসেবে যোগ দেন ইথান। ছবি: X

7 / 8
সেই ২০১৭ সালে পিএসজি অ্যাকাডেমিতে যোগ দেন কিলিয়ানের ভাই ইথান এমবাপে। জুনিয়র স্তরের ধারাবাহিক পারফর্ম করেছেন। যার সুফলও পেলেন। আগামীতে হয়তো দাদার মতোই ফ্রান্স জাতীয় দলেও ভরসা হয়ে উঠবেন এই মিডফিল্ডার। ছবি: X

সেই ২০১৭ সালে পিএসজি অ্যাকাডেমিতে যোগ দেন কিলিয়ানের ভাই ইথান এমবাপে। জুনিয়র স্তরের ধারাবাহিক পারফর্ম করেছেন। যার সুফলও পেলেন। আগামীতে হয়তো দাদার মতোই ফ্রান্স জাতীয় দলেও ভরসা হয়ে উঠবেন এই মিডফিল্ডার। ছবি: X

8 / 8
Follow Us: