Lionel Messi Birthday : মেসির জন্মদিনে ফিরে দেখা তাঁর বিশ্বকাপ জয়ের কাতারি কীর্তি

Lionel Messi Qatar World Cup performance : গ্রুপ পর্বে যখন সৌদি আরবের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা, সেই সময় হয়তো লিওনেল মেসির বুকের ভেতরটা ছ্যাত করে উঠেছিল। মনের মধ্যে ছিল হাজার প্রশ্ন। দেশকে বিশ্বকাপ জেতাতে পারবেন তো? হার দিয়ে অভিযান শুরু করেও যে চ্যাম্পিয়ন হওয়া যায় তা দেখিয়ে দিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ৩৫ বছর বয়সে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছে। আজ মেসির ৩৬তম জন্মদিনে ফিরে দেখা তাঁর কাতার বিশ্বকাপ যাত্রা।

| Edited By: | Updated on: Jun 24, 2023 | 8:00 AM
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ৫ বার বিশ্বকাপে খেলার নজির গড়েছেন। একইসঙ্গে সব চেয়ে কম বয়সে পাঁচটি বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে মেসির নামে। ৩৫ বছর বয়সে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। (ছবি-টুইটার)

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ৫ বার বিশ্বকাপে খেলার নজির গড়েছেন। একইসঙ্গে সব চেয়ে কম বয়সে পাঁচটি বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে মেসির নামে। ৩৫ বছর বয়সে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। (ছবি-টুইটার)

1 / 8
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিও রয়েছে মেসির দখলে। এখনও অবধি বিশ্বকাপের মঞ্চে মোট ২৬টি ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। (ছবি-টুইটার)

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিও রয়েছে মেসির দখলে। এখনও অবধি বিশ্বকাপের মঞ্চে মোট ২৬টি ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। (ছবি-টুইটার)

2 / 8
লিওনেল মেসি কাতার বিশ্বকাপে শুধু আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে জেতাননি, বরং অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। ১৯টি ম্যাচে তিনি আর্জেন্টিনার হয়ে অধিনায়কত্ব করেছেন। (ছবি-টুইটার)

লিওনেল মেসি কাতার বিশ্বকাপে শুধু আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে জেতাননি, বরং অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। ১৯টি ম্যাচে তিনি আর্জেন্টিনার হয়ে অধিনায়কত্ব করেছেন। (ছবি-টুইটার)

3 / 8
কাতার বিশ্বকাপে লিওনেল মেসি মোট ৭টি গোল করেছিলেন। ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে তাঁর থেকে একটি গোল বেশি করে গোল্ডেন বুট পেয়েছেন। (ছবি-টুইটার)

কাতার বিশ্বকাপে লিওনেল মেসি মোট ৭টি গোল করেছিলেন। ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে তাঁর থেকে একটি গোল বেশি করে গোল্ডেন বুট পেয়েছেন। (ছবি-টুইটার)

4 / 8
প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ-১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করার কীর্তিও গড়েছেন মেসি। (ছবি-টুইটার)

প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ-১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করার কীর্তিও গড়েছেন মেসি। (ছবি-টুইটার)

5 / 8
টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে মোট ১১ বার ম্যাচের সেরা হয়েছেন মেসি। যার মধ্যে কাতার বিশ্বকাপেই তিনি পাঁচ বার ম্যাচের সেরা হয়েছেন। (ছবি-টুইটার)

টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে মোট ১১ বার ম্যাচের সেরা হয়েছেন মেসি। যার মধ্যে কাতার বিশ্বকাপেই তিনি পাঁচ বার ম্যাচের সেরা হয়েছেন। (ছবি-টুইটার)

6 / 8
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ফুটবলাররা মোট ১৫টি গোল করেছিলেন। যার মধ্যে মেসি একাই করেন ৭টি গোল। মেসির করা ৭ গোলের ৪টি আসে পেনাল্টি থেকে আর বাকি ৩টি ওপেন প্লে থেকে। কাতার বিশ্বকাপে মেসির করা ৭টি গোলের মধ্যে ২টি এসেছিল ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে। (ছবি-টুইটার)

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ফুটবলাররা মোট ১৫টি গোল করেছিলেন। যার মধ্যে মেসি একাই করেন ৭টি গোল। মেসির করা ৭ গোলের ৪টি আসে পেনাল্টি থেকে আর বাকি ৩টি ওপেন প্লে থেকে। কাতার বিশ্বকাপে মেসির করা ৭টি গোলের মধ্যে ২টি এসেছিল ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে। (ছবি-টুইটার)

7 / 8
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন লিও মেসি। এরপর শেষ-১৬-র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন মেসি। কোয়ার্টার ফাইনালে ডাচদের বিরুদ্ধেও গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বাদ যায়নি সেমিফাইনাল ও ফাইনালও। সেমিফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১টি গোল করেছিলেন মেসি। আর মেগা ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন লিও মেসি। এরপর শেষ-১৬-র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন মেসি। কোয়ার্টার ফাইনালে ডাচদের বিরুদ্ধেও গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বাদ যায়নি সেমিফাইনাল ও ফাইনালও। সেমিফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১টি গোল করেছিলেন মেসি। আর মেগা ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি।

8 / 8
Follow Us:
মেরুদণ্ড শক্ত করার লড়াইয়ে বাংলা, রাতদখল থেকে মিছিল―প্রশ্নের মুখে পুলিশ
মেরুদণ্ড শক্ত করার লড়াইয়ে বাংলা, রাতদখল থেকে মিছিল―প্রশ্নের মুখে পুলিশ
জয়জিতের নামে চরম অভিযোগ, মুহূর্তে অভিনেতা প্রমাণ করলেন
জয়জিতের নামে চরম অভিযোগ, মুহূর্তে অভিনেতা প্রমাণ করলেন
বদলে যাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত?
বদলে যাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত?
যে কোনও সময় আসতে পারে সুখবর, হাসপাতালে দীপিকা
যে কোনও সময় আসতে পারে সুখবর, হাসপাতালে দীপিকা
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?