TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Apr 22, 2023 | 12:06 PM
গুজরাট টাইটান্স শিবিরে সতীর্থদের সঙ্গে ইদ উদযাপন করলেন বাংলার ক্রিকেটার মহম্মদ সামি। (ছবি:টুইটার)
সতীর্থদের সঙ্গে ইদ উদযাপন করতে দেখা গিয়েছে টাইটান্সের লেগ স্পিনার রশিদ খানকে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। (ছবি:টুইটার)
গুজরাট টাইটান্সের পক্ষ থেকে ইদ উপলক্ষে একগুচ্ছ ছবি পোস্ট করা হয়েছে। (ছবি:টুইটার)
ইদের শুভেচ্ছা জানিয়ে গুজরাট টাইটান্স টুইটারে লিখেছে, "ইদ মোবারক ভাইজান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে আমাদের টাইটান্সরা এই পবিত্র দিনটি শুরু করেছেন একে অপরকে ইদের শুভেচ্ছা জানিয়ে।" (ছবি:টুইটার)
গত দুটো ম্যাচে হেরেছে গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ে ফেরার অপেক্ষা। (ছবি:টুইটার)
গুজরাট টাইটান্সের যেমন শুভমন গিল, সাই সুদর্শন, ডেভিড মিলাররা দারুণ ছন্দে রয়েছেন। গত ম্য়াচে রান না পেলেও ধারাবাহিক কার্যকরী ইনিংস খেলছেন ঋদ্ধিমান সাহা। (ছবি:টুইটার)
বোলিং ব্রিগেডে অধিনায়ক হার্দিককে ভরসা দিচ্ছেন মহম্মদ সামি। পাওয়ার প্লে স্পেশালিস্ট ইতিমধ্যেই ১০ উইকেট নিয়েছেন সামি। ছন্দে রয়েছেন লেগ স্পিনার রশিদ খান।(ছবি:টুইটার)
শেষ ওভারে হারের হতাশা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। (ছবি:টুইটার)