ভারতের 'গোল্ডেন বয়' নীরজ চোপড়ার (Neeraj Chopra) আজ ২৬তম জন্মদিন। টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজকে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)
গত ৫ বছরে নীরজ চোপড়ার সাফল্যের ঝুলি অনেকটাই ভরেছে। বর্তমানে তিনি আগামী বছরের প্যারিস অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করছেন। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)
কয়েকদিন আগেই জানা গিয়েছিল, প্যারিস অলিম্পিকে ফোকাস করার জন্য নীরজ চোপড়া ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস অবধি পচেস্ট্রুমে অনুশীলন করবেন। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)
সম্ভবত নীরজ এখন বিদেশের মাটিতেই অনুশীলন করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তিনি কেক কাঁটছেন। এবং ছবিটি ভালো করে দেখলে বোঝা যাবে, দেওয়ালে থাকা টেলিভিশনে চলছে একটি ক্রিকেট ম্যাচ। ক্রিকেটারদের জার্সি দেখে নেটিজ়েনদের দাবি, সেটি ছিল ভারত ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের ম্যাচ। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)
২০২৩ সালটা ভালোই কেটেছে নীরজ চোপড়ার। হানঝাউ এশিয়ান গেমসে তিনি সোনা জিতেছিলেন। এবং বুদাপেস্ট বিশ্ব মিটে সোনা জেতেন নীরজ। ডায়মন্ড লিগে অবশ্য রুপো পেয়েছিলেন তিনি। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)
টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জেতার পর থেকে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনে জ্যাভলিন থ্রো (Javelin Throw) আলাদা জায়গা করে নিয়েছে। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)
নীরজ চোপড়া মাঠে নামলেই যে কারণে, ভারতীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশার পারদ তরতরিয়ে বেড়ে যায়। নিজের গড়া রেকর্ড নীরজ একাধিক বার ভেঙেছেন, কিন্তু এখনও তাঁর একটি স্বপ্নপূরণ হয়নি। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)
পানিপতের ছেলে নীরজ চোপড়ার খুব ইচ্ছে, তিনি ৯০ মিটার জ্যাভলিন থ্রো করবেন। কিন্তু এ বছরও তাঁর এই স্বপ্নপূরণ হয়নি। এ বার দেখার আগামী বছর নীরজ এই অধরা মাধুরী লাভ করতে পারেন কিনা। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া)